X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মেহেরপুরে সর্দি-জ্বরের রোগীর বাড়ি লকডাউন, নমুনা পাঠানো হয়েছে ঢাকায়

মেহেরপুর প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ২৩:১৯আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২৩:২৯

লকডাউন শ্বাসকষ্ট ও সর্দি-জ্বর নিয়ে মেহেরপুরে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে।  বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে মেহেরপুরের সিভিল সার্জন মো. নাসির উদ্দীন এ ঘোষণা দেন।  এ ঘটনায় কাউকে আতঙ্কিত বা গুজব না ছাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। পরীক্ষার জন্য ইতোমধ্যে ওই রোগীর নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

সিভিল সার্জন জানান, জেলার গাংনীর ধানখোলা ইউনিয়নের গাড়াডোব এলাকায় ওই রোগীর বাড়ির পাশের ১০টি বাড়ি প্রশাসনিক নজরদারিতে রাখা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তিনি কোনও রোগে আক্রান্ত কিনা।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন, ‘ওই পরিবারের লোকজনকে বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। তাদের ভোগ্যপণ্যসহ প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করা হবে।  আইইডিসিআরে পাঠানো নমুনার প্রতিবেদন দু-একদিনের মধ্যে চলে আসবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ওই রোগীর ছেলে জানান, বর্তমানের তার বাবা কিছুটা সুস্থ আছেন।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট ও সর্দিজ্বর নিয়ে মধ্যবয়সী ওই পুরুষ রোগী গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে আসলে হাসপাতাল কর্তৃপক্ষ গড়িমসি করে বলে অভিযোগ পরিবারের। তারা জানান, অনেক চেষ্টা-তদবির করার পর তাকে ভর্তি করে কর্তৃপক্ষ। ভর্তির পর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রিয়াজুল আলম চিকিৎসা সেবা দিতে এগিয়ে আসেনি। পরে সিভিল সার্জনের নির্দেশে রাত সাড়ে ১২টায় চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনার পর অন্য রোগীরা হাসপাতাল ছেড়ে যাচ্ছে বলে জানান কয়েকজন অন্য রোগীর স্বজন।  

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া