X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটি প্রতিনিধি
০২ এপ্রিল ২০২০, ১১:০৯আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১১:২১


উসুই প্রু মারমা রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতিকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১ এপ্রিল) মধ্যরাতে চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম উসুই প্রু মারমা (৩০)। সে, জিং হ্লা মারমার সন্তান।

চন্দ্রঘোন থানার অফিসার ইনচার্জ মো. আশ্রারাফ উদ্দিন বলেন, ‘মধ্যরাতে উসুই প্রু মারমা ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতিকে একদল সন্ত্রাসী ঘর থেকে ডেকে গুলি করে হত্যা করে। ভোর রাতে তার লাশ থানায় নিয়ে আসি। কারা ঘটনার সঙ্গে জড়ির এখনও সেটি বলা সম্ভব হচ্ছে না। তবে ওই এলাকাটি সন্তু লারমা জেএসএস এর নিন্ত্রণাধীন এলাকা হিসেবে পরিচিত।’ উসুই প্রু মারমার গুলিবিদ্ধ লাশ

কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন বলেন, ‘পাহাড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ আওয়ামী রাজনীতি করলে সন্ত্রাসীরা তাদের বিভিন্ন সময় হত্যার মাধ্যমে আওয়ামী রাজনীতি করতে বাধা দিয়ে আসছে। এটি সেই কারণেই হয়েছে বলে আমরা মনে করছি।’

তিনি আরও জানান, ‘রাতে ঘটনা শোনার পর সেখানে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেছি। নিহত উসুই প্রু মারমার স্ত্রী আমাদের জানিয়েছেন মধ্যরাতে ৭-৮ জন বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা বাসা থেকে ১ কিলোমিটার দূরে নিয়ে তাকে তিন রাউন্ড গুলি করে হত্যা করে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।’ 

এদিকে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘পাহাড়ের অবৈধ অস্ত্রধারীরা এই ঘটনা ঘটিয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

 

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
যারা দেশের অর্থনীতিকে খেলো মনে করে, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত: আদালত
যারা দেশের অর্থনীতিকে খেলো মনে করে, তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত: আদালত
দোয়া চেয়ে আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ
দোয়া চেয়ে আইপিএল খেলতে গেলেন মোস্তাফিজ
‘চোখের পানি ফেলে বাজার থেকে ফিরতে হয়’
‘চোখের পানি ফেলে বাজার থেকে ফিরতে হয়’
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই