X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘করোনা প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার’

নেত্রকোনা প্রতিনিধি
০২ এপ্রিল ২০২০, ১৬:৪৯আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৬:৪৯

দরিদ্রদের সহায়তা করছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু করোনাভাইরাস থেকে মানুষকে রক্ষা করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। তিনি বলেন, ‘জনগণকে সচেতন করা এবং করোনায় আক্রান্তদের সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।’

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে নিজ সংসদীয় এলাকা বারহাট্টা উপজেলায় ক্যানসার ও কিডনি রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বারহাট্টা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজসেবা অফিস অনুষ্ঠানের আয়োজিত করে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশের আটটি বিভাগে ইতোমধ্যেই করোনাভাইরাস পরীক্ষা শুরু হয়েছে। জেলা পর্যায়েও সর্দি-কাশির স্যাম্পল সংগ্রহ আজ থেকে শুরু হয়েছে। এতে করে বেশি সংখ্যক ব্যক্তির অবস্থা পরীক্ষা করা যাবে। এখন আমাদের প্রয়োজন আরও কয়েকদিন নিজ নিজ বাড়িতে সতর্কতার সঙ্গে অবস্থান করা।’

এ সময় তিনি সরকারের পক্ষ থেকে শ্রমজীবী মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণ কার্যক্রম শুরুর কথা জানান। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ১১ জন ক্যানসার আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য অনুদানের চেক বিতরণ এবং ১৫ জন তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

প্রতিমন্ত্রী এ সময় দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পাশাপাশি দরিদ্রদের সহায়তার নির্দেশ দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন—জেলা সমাজসেবা বিভাগের ডিডি আলাল উদ্দিন, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মাঈনুল হক কাশেম, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইফতেখার উদ্দিন খান, মাজাহারুল ইসলাম, দীপক ধর গুপ্ত, আব্দুল আজিজ, আব্দুল ওয়াহেদ, শহর সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
‘আমাদের জন্য যারা বেইমান, ভারতের তারা বন্ধু’
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী