X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

মানিকগঞ্জে ত্রাণ নিয়ে উপহাস!

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ১১:১৩আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৩:৪৭

মানিকগঞ্জে ত্রাণ নিয়ে উপহাস! মানিকগঞ্জে ভুয়া ত্রাণের স্লিপ দিয়ে দরিদ্রদের প্রতিপক্ষের বাড়িতে পাঠিয়ে উপহাসের অভিযোগ উঠেছে দুই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এই ঘটনায় সদর থানায় দুইটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খান ও তার সহযোগী ইমন দরিদ্রদের যুবলীগ নেতা ও জেলা পরিষদের সদস্য আবুল বাসার এবং মানিকগঞ্জ পৌরসভার নারী কাউন্সিলর জেসমিন আক্তারের বাড়িতে পাঠান। তবে, ওই দুই নেতার বাড়িতে গিয়ে খালি হাতে ফেরত আসতে হয় দরিদ্রদের, তারা বুঝতে পারেন তারা উপহাসের শিকার।

মানিকগঞ্জ শহরে ১ এপ্রিল (বুধবার) এই ঘটনা ঘটে। আবুল বাসারের জিডি সূত্রে জানা গেছে, গত বুধবার কয়েকজন ব্যক্তি তার বাসায় ত্রাণের জন্য হাজির হন। এই সময় ওই ব্যক্তিরা তাকে জানায়, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হামজা খান ও ছাত্রলীগ কর্মী ইমন তাদের হাতে একটি ত্রাণের স্লিপ দিয়ে জানিয়ে আবুল বাসারের বাড়ি থেকে ত্রাণ বিতরণ করা হবে।

আবুল বাসার জানান, আমার সম্মান ক্ষুন্ন করতে ছাত্রলীগের ওই দুই নেতা পরিকল্পিতভাবে এই অপকর্ম করেছে। আসলে তিনি ব্যক্তিগতভাবে ওই দিন দুস্থদের মাঝে কোনও ত্রাণ সামগ্রী বিতরণ করেননি।
মানিকগঞ্জ পৌরসভার কাউন্সিলর জেসমিন আক্তারও একই অভিযোগ করে সদর থানায় আরেকটি সাধারণ ডায়রি করেছেন। ওই নারী কমিশনার জানান, তাদের নাম ও মোবাইল নম্বর দিয়ে বিভিন্ন এলাকার দুস্থদের মাঝে ত্রাণের স্লিপ বিতরণ করা হয়েছে। সকালে বিভিন্ন জনের কাছ থেকে একের পর এক ফোন আসতে থাকে। তাদের ফোন পেয়ে বাড়ির বাইরে গিয়ে দেখেন শতাধিক লোক ত্রাণের জন্য অপেক্ষা করছেন। জিজ্ঞেস করতেই তারা বলেন, তারা ত্রাণ নিতে এসেছেন। তাদেরকে দেওয়া স্লিপও দেখান।

ওই দুই জনপ্রতিনিধি বলেন, দেশের এই সংকটের সময়ে এই ধরনের উপহাস কাম্য নয়। ত্রাণের নামে এই দরিদ্র মানুষের সঙ্গে প্রতারণা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। তারা ইতোমধ্যে পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছেন।

অভিযুক্ত হামজা খান জানিয়েছেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য জেলা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ পৌরসভার এক নারী কাউন্সিলর তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন।

মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, ওই দুইজন জনপ্রতিনিধি তার কাছে বিষয়টি জানিয়েছেন। এই ব্যাপারে ওই দুই জনপ্রতিনিধি থানায় দুটি জিডি করেছেন। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
বাজেট ২০২৪-২৫পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’