X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মৃত ব্যক্তির রিপোর্ট করোনা নেগেটিভ, তুলে নেওয়া হলো লকডাউন

শরীয়তপুর প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ১৩:০২আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৩:০২

শরীয়তপুর শরীয়তপুরে করোনা আক্রান্ত সন্দেহে মৃত ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। পরীক্ষায় মৃত ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের কোনও অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন। রিপোর্ট পাওয়ার পর নড়িয়া উপজেলার চেরাগ আলী বেপারীর কান্দি এলাকার পাঁচটি বাড়ির লকডাউন অবস্থা তুলে নিয়েছে প্রশাসন।

জেলা সিভিল সার্জন এসএম আবদুল্লাহ মুরাদ বলেন, ‘শরীয়তপুর সদর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট আইইডিসিআর এর কাছ থেকে আজ শুক্রবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার সময় হাতে পেয়েছি। রিপোর্টে নেগেটিভ এসেছে। এর অর্থ ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা যায়নি, সম্ভবত যক্ষ্মা রোগের কারণেই তার মৃত্যু হয়েছে।’

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রূপা রায় বলেন, করোনা সন্দেহে মারা যাওয়া ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। বিষয়টি জানার পর ওই ব্যক্তির বাড়ি সংলগ্ন পাঁচটি পরিবারের ২৩ জন সদস্যের ওপর থেকে লকডাউন তুলে নেওয়া হয়েছে। তারা এখন জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে পারবেন।

উল্লেখ্য, ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি গত ৩১ মার্চ মঙ্গলবার শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হলেও শ্বাসকষ্ট থাকায় করোনা সন্দেহে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। মৃত্যুর পর বুধবার ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা তাকে নড়িয়ায় পাঁচগাও গণকবরস্থানে দাফন করেন। দাফন করার সময় স্থানীয়রা বাধা দিলেও পুলিশের উপস্থিতিতে জানাজা শেষে তাকে সঠিকভাবে দাফন করা হয়।

আরও পড়ুন- শরীয়তপুরে করোনা সন্দেহে মৃত ব্যক্তির দাফনে বাধা

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক