X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে আরও এক ব্যক্তি করোনায় আক্রান্ত, ২০৮ পরিবার লকডাউন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২০, ১৮:১৮আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৮:৫২

আক্রান্ত ব্যক্তির বাড়ির এলাকায় প্রশাসনের কর্মকর্তারা নারায়ণগঞ্জে আরও এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। তিনি ঢাকার বাসিন্দা এবং মানিকগঞ্জের তাবলিগ জামাত থেকে ফিরে শনিবার (৪ এপ্রিল) নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় মেয়ের বাড়িতে এসে ওঠেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে রাতে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) তার নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। রবিবার দুপুরে তার করোনা টেস্টের রিপোর্টে পজিটিভ শনাক্ত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউএনও নাহিদা বারিক জানান, করোনায় আক্রান্ত ওই ব্যক্তিকে আইইডিসিআরের তত্ত্বাবধানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের  নির্দেশনা অনুযায়ী বাড়িটিসহ মোট ২০৮ পরিবারকে লকডাউন করা হয়েছে। লকডাউনে থাকা এই পরিবারগুলোর খাবারসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী উপজেলা প্রশাসন সরবরাহ করবে। এছাড়া জেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে বাড়িটির আট পরিবারের সব সদস্যকে হোম কোয়ারেন্টিন করা হবে।

এ খবর পেয়ে ইউএনও ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেনসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু ঘটনাস্থলে যান। পরে উপজেলা প্রশাসন ও পুলিশ হ্যান্ড মাইকে ওই বাড়ির লোকজনকে সতর্ক করে দেয়। ইউএনও ওই বাড়ির আটটি পরিবারসহ আশপাশের আরও দুইশ’ পরিবারকে লকডাউন ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, লামাপাড়া  লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই যাতে কোনও লোক বের হতে না পারে, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে দুই রোগীর মৃত্যু এবং নতুন করে আরও পাঁচ জন করোনায় আক্রান্ত হওয়ায় ১২শ’ পরিবারকে লকডাউনে রাখা হয়েছে। এর মধ্যে শুধু রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ৯শ’ বাড়ি লকডাউন করা হয়েছে। 

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক