X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কোয়ারেন্টিন মানেননি তাবলীগের সদস্যরা, চট্টগ্রামে ভবন লকডাউন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ এপ্রিল ২০২০, ০০:৩৯আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ০০:৪৮

চট্টগ্রাম ভবন লকডাউন শেরপুর থেকে আগত তাবলীগের ২১ সদস্য হোম কোয়ারেন্টিন অমান্য করায় চট্টগ্রাম নগরীর একটি ভবন লকডাউন করা হয়েছে। পাশাপাশি মালিকের ছেলেকে ১০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। সোমবার (৬ এপ্রিল) ওই বাড়িটি লকডাউন করা হয়।

তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, শেরপুর থেকে আগত তাবলীগের ২১ জন সদস্যকে পশ্চিম খুলশীর একটি বাসায় গত ২৬ মার্চ থেকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু তারা কোয়ারেন্টিন অমান্য করে আশপাশের মসজিদে যাতায়াত করতো, এমনকি দাওয়াতি কার্যক্রমেও অংশ নিতো। বিষয়টি নজরে আসার পর, আমরা ওই বাসায় অভিযান পরিচালনা করি।

তিনি আরও বলেন, অভিযানে গিয়ে আমরা দেখি বাসা থেকে লোকজন যত্রতত্র বের হচ্ছে এবং প্রবেশ করছে। স্থানীয় লোকজনও এর সত্যতা স্বীকার করে। পরে এসব অভিযোগের প্রেক্ষিতে বাসার মালিকের ছেলে আতিকুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাবলীগ জামায়েতের ২১ জন সদস্যসহ বাড়ির অন্য ভাড়াটিয়া যেন আগামী ১৪ দিন বের না হন, এ জন্য বাড়িটিকে লকডাউন করার আদেশ দেওয়া হয়।

স্থানীয় খুলশী থানার পক্ষ থেকে বাড়ির অভ্যন্তরে অবস্থানকারী কারও জরুরি প্রয়োজনে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া