X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করোনা উপসর্গে মৃত্যু, ৬ বাড়ি লকডাউন

বরিশাল প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ১৯:১১আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৯:১৩

বরিশাল বরিশাল সদর উপজেলার একটি বাড়ি এবং উজিরপুর উপজেলার ৫টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। মঙ্গলবার সকালে উজিরপুরে অসুস্থ ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়। এর আগে গত সোমবার বিকেলে করোনা সন্দেহে শের-ই বাংলা মেডিক্যালে ভর্তির পরপরই সদর উপজেলার তালতলীর ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ জেলা প্রশাসনকে অবহিত করে। এর পরপরই সোমবার রাত সাড়ে ৮টায় ওই বাড়িটি লকডাউন করে জেলা প্রশাসন।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রনতি বিশ্বাস বলেন, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের  রাখালতলা কালীরবাজার এলাকার বাসিন্দা ৬০ বছর বয়সী ফল ব্যবসায়ী দুই দিন জ্বর ও গলা ব্যথায় আক্রান্ত হয়ে বরিশাল নগরী থেকে বাড়ি ফিরে আসেন।

গত রবিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হয়। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী উপজেলা প্রশাসনকে অবহিত করে। খবর পেয়ে সোমবার রাতে ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী ওই ব্যক্তির বাড়ি যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওই ব্যক্তির জ্বর সর্দি-কাশি ও গলা ব্যথার উপসর্গের বর্ণনা শুনে প্রাথমিকভাবে তাকে করোনায় আক্রান্ত বলে সন্দেহ করেন। এসব উপসর্গের কারনে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ওই বাড়িসহ আশপাশের ৫টি বাড়ি লকডাউন ঘোষণা করে লাল পতাকা টানিয়ে দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী জানান, মঙ্গলবার সকালে অসুস্থ ওই ব্যক্তির রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই বাড়িসহ ৫টি বাড়ির সকল সদস্যকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

ইউএনও বলেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ওই ব্যক্তির বাড়িসহ ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন