X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

চিকিৎসক-নার্স-পুলিশ-সাংবাদিকদের পিপিই দিলো যশোর জেলা বিএনপি

যশোর প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ১৯:২৫আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২১:০৪

যশোরে বিএনপির জেলা নেতাদের হাত থেকে পিপিই গ্রহণ করছেন সাংবাদিকরা। করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী চিকিৎসক, পুলিশ ও সাংবাদিকদের পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে যশোর জেলা বিএনপি।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে বিএনপি নেতারা এসব পিপিই প্রদান করেন।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকরা। এ কারণে তাদের পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দিয়ে সামাজিক দায়িত্ব পালন করছেন তারা।

সকালে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল যশোর কালেক্টরেট ভবনে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফের কাছে চিকিৎসক, নার্সদের সুরক্ষার জন্য ১০০ পিপিই দেওয়া হয়। এরপর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দীন শিকদারের কাছে পুলিশের জন্য ১০০ পিপিই এবং সবশেষে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে সাংবাদিকদের জন্য ৫০ পিস পিপিই হস্তান্তর করা হয়।
প্রেসক্লাবের পক্ষ থেকে পিপিই গ্রহণ করেন প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি নূর ইসলাম, আনোয়ারুল কবীর নান্টু, দফতর সম্পাদক তৌহিদ জামানসহ অন্যরা।

পিপিই বিতরণ শেষে অধ্যাপক নার্গিস বেগম বলেন, দেশ ও জাতির প্রতিটি ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে ছিল এবং আছে। জাতির এই মহাদুর্যোগকালে আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি। দলীয় নেতাকর্মীদের করোনা পরিস্থিতিতে সব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর জেলা বিএনপি চিকিৎসক, নার্স, সাংবাদিক ও পুলিশের সুরক্ষার জন্য এসব পিপিই প্রদান করেছে। পিপিই ছাড়াও জেলাব্যাপী অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদস্য আলহাজ মিজানুর রহমান খান।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী