X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে করোনা প্রতিরোধে সেনাবাহিনীর মতবিনিময় সভা ও চিকিৎসাসেবা

নীলফামারী প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ১৯:৫৯আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:০৫


নীলফামারীতে করোনা মোকাবিলায় সেনাবাহিনীর পক্ষ থেকে প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

নীলফামারীতে করোনা সংক্রমণ প্রতিরোধ ও সামাজিক দূরত্ব বজায় রাখা ও বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর অঞ্চলের জিওসি মেজর জেনারেল মো. নজরুল ইসলাম।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১ টার দিকে জেলা শহরের সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিনি বলেন, ‘সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্রই আমরা’। বিশ্বের অন্য দেশগুলো কিভাবে করোনা মোকাবিলা করছে সেটা দেখে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বেসামরিক বাহিনীকে সার্বিক সহযোগিতা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সরকার যেভাবে নির্দেশনা দেবে সেনা সদস্যরা সেভাবেই তৃণমূল পর্যায়ে কাজ করতে প্রস্তত।

এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের ফুলতলা গ্রামের ১০০ জন সর্দি-কাশিতে আক্রান্ত রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন সেনা চিকিৎসক ও সদস্যরা।। ১৯ মিডিয়াম রেজিমেন্টের চিকিৎসা কর্মকর্তা ডা. মেজর মো. মশিউর রহমান ওই চিকিৎসা প্রদান করেন। এ সময় গণমাধ্যমকর্মীদের কাছে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দেন তিনি। এছাড়াও, সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

নীলফামারীতে গ্রামবাসীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন সেনাবাহিনীর চিকিৎসক

৬৬ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধায়নে ও ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির আয়োজনে মেডিক্যাল ক্যাম্পটি বাস্তবায়ন করছে ১০ ফিল্ড অ্যাম্বুলেন্স।

করোনা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত  এই মেডিক্যাল ক্যাম্প ক্রমান্বয়ে জেলার ছয় উপজেলায় পরিচালিত হবে বলে জানায় সেনাবাহিনী।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. এলিনা আকতার, নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার নাহিদ হাসান, ৬৬ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল ইউসুফ, কর্নেল জিএস, ডিজিএফআই’র কর্নেল আবু জাফর, ৬৬ পদাধিক ডিভিশনের স্টাফ কর্নেল মো. রাইসুল ইসলাম, ৬৬ মিলিটারি পুলিশ অধিনায়ক লে. কর্নেল শহীদুর রহমানসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া