X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

প্রতিপক্ষকে ডেকে এনে গুলি: চারঘাটে বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ২০:২২আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ২০:২৬

রাজশাহীর চারঘাটে প্রতিপক্ষকে গুলি করায় বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা সাগরকে আটক করে বেধড়ক পিটুনি দিয়ে  তাকে গাছের সঙ্গে বেঁধে রাখে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

ফল চুরির অভিযোগ করায় প্রতিপক্ষকে ডেকে এনে ভয় দেখাতে গুলি ছুড়েছেন রাজশাহীর চারঘাট এলাকার এক ছাত্রলীগ নেতা। এ ঘটনার পর  বিদেশি পিস্তলসহ তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক ছাত্রলীগ নেতার নাম সাগর ইসলাম।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার শলুয়া ইউনিয়নের বালুদিয়াড় গ্রামের হাজ্বীরপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলা হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু।

স্থানীয় ইউপি সদস্য আয়ুব আলী জানান, বালুদিয়াদিয়াড় এলাকায় গত কয়েকদিন ধরে কলাসহ বিভিন্ন ফলমূল চুরির ঘটনা ঘটে। এ নিয়ে সোমবার (৬ এপ্রিল) বিকেলে স্থানীয় মুনছুরসহ কয়েকজন ব্যক্তির সঙ্গে ফতেপুর গ্রামের সাহেদ আলীর ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাগর ইসলাম (২০) এর বাকবিতণ্ডা হয়। তারই জের ধরে মঙ্গলবার সকালে ছাত্রলীগের সভাপতি সাগর প্রতিপক্ষ মুনছুরসহ বালুদিয়াড় গ্রামের কয়েকজন ব্যক্তিকে ফোন করে হাজ্বীর পাড়ায় ডেকে পাঠায়। এসময় মুনছুরসহ বালুদিয়াড় গ্রামের ১০/১৫ জন ব্যক্তি হাজ্বীরপাড়া এলাকায় গেলে সাগর ইসলাম তাদের লক্ষ্য করে প্রায় ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় পিস্তলসহ সাগরকে আটক করে উত্তম-মাধ্যম দেয় এলাকাবাসী। তাকে একটি পিলারের সঙ্গে বেঁধেও রাখা হয়। পরে সংবাদ পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর হাত থেকে পিস্তলসহ সাগরকে উদ্ধার করে।

বিষয়টি সম্পর্কে চারঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মামুন তুষার বলেন, আটককৃত সাগর শলুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ না করার জন্য একাধিবার সতর্ক করা হয়েছিল। তাকে দলীয় কোনও কাজে ডাকা হতো না। সে একজন নিষ্ক্রিয় নেতা। তাকে দ্রুত বহিষ্কার করা হবে। তার অসামাজিক কাজের দায় ছাত্রলীগ নেবে না।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সমিত কুমার কুন্ডু জানান, এ বিষয়ে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা সে বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা