X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জীবিকার তাগিদে পেশা পাল্টে মাস্কের ব্যবসা!

হিলি প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২০, ২২:৫৩আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০০:২৩

জীবিকার তাগিদে পেশা পাল্টে মাস্কের ব্যবসা! করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে সর্তকতার অংশ হিসেবে পূর্বের তুলনায় মাস্কের ব্যবহার ও চাহিদা দ্বিগুণ হারে বেড়েছে। এ কারণে মাস্কের বিক্রি বেড়েছে কয়েকগুণ। এমন অবস্থায় দিনাজপুরের হিলিতে হিলি বাজারসহ বিভিন্ন পাড়া মহল্লার মোড়ে মোড়ে পসরা বসিয়ে অনেকেই দিয়েছেন মাস্কের দোকান। যাদের অধিকাংশই দোকানী আগে অন্য ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

হিলিতে করোনা সংক্রমণ রোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং জনসমাগম এড়িয়ে চলতে গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া নানামুখী তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টহল দেওয়ার পাশাপাশি করোনার ভয়াবহতা সম্পর্কে জনগনকে সচেতন করতে হ্যান্ডমাইকে প্রচারণা চালাচ্ছেন সেনা সদস্যরা।

নির্দেশনা অমান্য করলে করা হচ্ছে জরিমানা। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত কাঁচাপণ্য, মুদিখানা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকলেও হোটেল রেস্তোরাঁসহ অন্যান্য সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। দুপুর ১টার পর শুধুমাত্র ওষুধের দোকান খোলা রাখার নির্দেশনা দিয়েছেন প্রশাসন। এমন অবস্থায় ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ও কর্মহীন হয়ে পড়ায় হিলি বাজরসহ বিভিন্ন মোড়ে মোড়ে জীবন-জীবকিার তাগিদে ব্যবসা বদলে মাস্কের দোকান দিয়ে বসেছেন অনেক ব্যবসায়ী।

জীবিকার তাগিদে পেশা পাল্টে মাস্কের ব্যবসা! হিলি বাজারের পোশাক তৈরির কারিগর শহিদুল ইসলাম ও বস্তা সেলাই কাজে নিয়োজিত চান মিয়া বাংলা ট্রিবিউনকে বলনে, এই মুহূর্তে কাজ না থাকায় আমরা বিপাকে পড়েছি। তবে বর্তমান সময়ে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে মাস্কের চাহিদা তৈরি হয়েছে। তাই পূর্বের মূল ব্যবসা বন্ধ থাকায় বাজারে বিভিন্ন দোকানের সামনে টেবিল দিয়ে বা দড়ির সঙ্গে ঝুলিয়ে মাস্কের দোকান দিয়েছি। বিক্রিও বেশ ভালো। এতে করে প্রতিদিন মাস্ক বিক্রি করে কিছু আয় হচ্ছে, তা দিয়ে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করছি। তবে প্রথমের দিকে বেচাকেনা বেশ ভালো থাকলেও দিনে দিনে এর পরিমাণ কমে আসছে বলেন জানান তিনি।

তিনি আরও বলেন, আমাদের মতো অনেকেই তাদের পুরানো ব্যবসা বন্ধ থাকায় মাস্কের দোকান দিয়েছেন। আবার ওষুধের দোকানেও এসব মাস্ক বিক্রি করছেন তারা।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে জানান, এই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান  ছাড়া  মানুষের জনসামগম বেশি হয় এমন সাপ্তাহিক হাটবাজার, ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এটি শুধু হিলিতে নয় সারাদেশেই এমন কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে এর কারণে কেউ যদি না খেয়ে থাকেন বা খাদ্যকষ্টে থাকেন এমন অবস্থা হয় তবে তাদেরকে সরকারিভাবে খাদ্যসহায়তা দেওয়া হবে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি