X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করোনার ভেতরে পিকনিকে রওনা হওয়া মাইক্রোবাসকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ০৩:০৭আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০৩:১০

চাঁপাইনবাবগঞ্জ

করোনাভাইরাসের কারণে সারাদেশে যখন সরকারি নির্দেশনায় যানবাহন, দোকানপাট সব বন্ধ তখন চাঁপাইনবারগঞ্জের ৮ ব্যক্তি পিকনিকের উদ্দেশ্যে মাইক্রোবাসে চেপে যাচ্ছিলেন! এসময় তাদের গাড়ি পড়ে যায় সেনাসদস্যের সামনে। ফলে পিকনিক ‍দূরে থাক ভ্রাম্যমাণ আদালতে ৩৩ হাজার ৫’শ টাকা জরিমানা দিতে হয়েছে তাদের।

বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের শান্তিমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওই আট ব্যক্তি পিকিনিক করার উদ্দেশ্যে মাইক্রোবাস নিয়ে বের হয়েছিল। শান্তিমোড় এলাকায় সেনা সদস্যরা তাদের মাইক্রোবাসটিকে আটকে সরকারি নির্দেশ না মেনে কেন তারা বের হয়েছে তা জানতে চায়। এসময় সদুত্তর দিতে পারেনি তারা। পরে জেরার মুখে পিকনিক করতে যাওয়ার কথা জানায় তারা। এরপর তাদের আটক করে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় জব্দ করা হয় মাইক্রোবাসটিকে। পরে তাদের আটজনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন ৩৩ হাজার ৫’শ টাকা জরিমানা করে ছেড়ে দেন।

খাদ্য সহায়তার ব্যানার লাগিয়ে যাত্রী পরিবহন, ট্রাক আটক

অপরদিকে, জেলা শহরের প্রবেশমুখ দারিয়াপুর এলাকায় জরুরি খাদ্য সহায়তার ব্যানার লাগিয়ে যাত্রী পরিবহনের অভিযোগে ট্রাকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের চারজনকে টির্চাস ট্রেনিং ইনস্টিটিউটের ডরমেটরি ভবনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক ইনসপেক্টর খলিলুর রহমান জানান,‘খাদ্য সামগ্রী পরিবহনের আড়ালে তারা ওই ট্রাকে করে ঢাকা থেকে আসছিল। জেলার বাইরে থেকে আসায় তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয় এবং ট্রাকটিকে জব্দ করা হয়।’

এর আগে জেলা শহরের শান্তিমোড় এলাকায় অপ্রয়োজনে মাস্ক ছাড়া ঘোরাফেরা করার সময় ৩০ জনকে রোদের মধ্যে দাঁড় করিয়ে সাময়িক শাস্তি প্রদান করে সেনাবাহিনী। পরে তাদেরকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, সেনা সদস্যরা শহরের বিভিন্ন এলাকায় জীবানুনাশক স্প্রে করে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার জন্য মাইকে প্রচারণা চালানোসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।



/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!