X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চালুর ২ দিনেই করোনা পরীক্ষার পিসিআর মেশিনে ত্রুটি

বরিশাল প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ০২:১৯আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০২:৩৩

চালুর ২ দিনেই করোনা পরীক্ষার পিসিআর মেশিনে ত্রুটি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম শুরুর দুই দিনের মধ্যেই মেশিনে ত্রুটি দেখা দিয়েছে। পিসিআর মেশিনের সহায়ক যন্ত্রাংশে (বায়োসেফটি কেবিনেট) ত্রুটি দেখা দেওয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠান তড়িঘড়ি করে শুক্রবার ওই মেশিন প্রতিস্থাপন করে। তবে কম ক্ষমতাসম্পন্ন মেশিন প্রতিস্থাপন করায় করোনা রোগীর নমুনা পরীক্ষার সক্ষমতা আগের চেয়ে তিন ভাগ কমে গেছে। প্রতিদিন যেখানে ৯৬টি পরীক্ষা সম্ভব ছিল, এখন সেখানে ২৪টির বেশি সম্ভব হবে না।

তবে এতে সমস্যা হবে না বলে দাবি করেছেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভূষণ দাস। তিনি জানান, পিসিআর মেশিনের ত্রুটির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এদিকে দ্রুত এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিম। তিনি বলেন, ‘আরটি-পিসিআর মেশিনের বায়োসেফটি কেবিনেটে ত্রুটি জানতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। আপাতত কম সক্ষমতার একটি যন্ত্রাংশ দিয়ে মেশিনটির কার্যক্রম চালু রাখা হয়েছে। আগামী মঙ্গলবার আগের মতো সক্ষমতার যন্ত্রাংশ স্থাপন করা হবে।’ এরপর স্বাভাবিক গতিতে করোনা পরীক্ষা চলবে বলে আশা করেন তিনি।

গত ৮ এপ্রিল দুপুরে পানিসম্পদ প্রতিমন্ত্রীর উপস্থিতিতে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা পরীক্ষার বহুল প্রতীক্ষিত আরটি-পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়। প্রথম দুই দিন শের-ই-বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন চারজন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা হয়। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে ল্যাবে কাজ করার সময় পিসিআর মেশিনের সহায়ক বায়োসেফটি কেবিনেটে ত্রুটি দেখা দেয়। শুক্রবার বিকালে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে বিষয়টি অবহিত করেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ।

মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের আরপি-করোনা ল্যাবের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক একেএম আকবর কবির বলেন, ‘পিসিআর মেশিনের সহায়ক বায়োসেফটি কেবিনেটে ত্রুটির বিষয়টি অধ্যক্ষকে জানানোর পর সরবরাহকারী প্রতিষ্ঠান আগের বায়োসেফটি কেবিনেট মেশিনের চেয়ে কম সক্ষমতাসম্পন্ন মেশিন প্রতিস্থাপন করে। বর্তমান মেশিনের সক্ষমতা আগের মেশিনের চার ভাগের একভাগ। আগের মেশিন দিয়ে প্রতিদিন ৯৬টি পরীক্ষার সক্ষমতা থাকলেও এখন তা ২৪-এ নেমে এসেছে।’

প্রসঙ্গত, গত ৩০ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জন্য করোনা পরীক্ষার পিসিআর মেশিনটি পাঠানো হয়। পরদিন থেকে মেশিন স্থাপনের কাজ শুরু হয়। প্রথম সম্পন্ন হয় কক্ষ সংস্কারের কাজ। কক্ষ সংস্কার এবং সাজসজ্জার পর পিসিআর মেশিনসহ অন্যান্য সরঞ্জাম স্থাপন করা হয়।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!