X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

করোনার নমুনা পরীক্ষার সরকারি তালিকা ফেসবুকে

জহিরুল ইসলাম খান, মাদারীপুর
১৮ এপ্রিল ২০২০, ০২:১০আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৪:৪৭

ফেসবুকে ছড়িয়ে পড়া তালিকা মাদারীপুরে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া ১০ জনের নাম-ঠিকানাসহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের একটি তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সরকারিভাবে করোনা পরীক্ষার এই তথ্য গোপন থাকার কথা থাকলেও অফিসিয়াল কাগজ সামাজিকমাধ্যমে প্রকাশ হওয়ার পর করোনা পরীক্ষা করতে নমুনা দেওয়া অনেক পরিবার এখন বিব্রত। তালিকাটি কীভাবে প্রকাশ হলো সে বিষয়ে কর্তৃপক্ষ কিছু বলতে পারছে না।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। এই জেলা করোনায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় স্বাস্থ্য বিভাগের সব পর্যায়ের কর্মী অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তবুও সরকারি এমন তথ্যের কাগজ কীভাবে প্রকাশিত হলো তা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গভীরভাবে খতিয়ে দেখা হবে।’

জানা গেছে, তালিকাটি মাদারীপুর জেলা সিভিল সার্জন বরাবর গত ৩৫৬ নম্বর স্মারকে গত ১২ এপ্রিল পাঠানো হয়। মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্বাক্ষরিত এই পত্রে সদর উপজেলার ১০ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নাম-ঠিকানা-বয়সসহ ছক সম্বলিত তালিকা দেখা গেছে। এই ছকের প্রথম চার জনের মধ্যে তিন জন করোনায় আক্রান্ত। তবে ইতোপূর্বে জেলা স্বাস্থ্য বিভাগ গণমাধ্যম কর্মীদের কাছে করোনা আক্রান্তদের নাম-পরিচয় প্রকাশ করেনি। তবে কোন ইউনিয়ন বা এলাকার ব্যক্তিরা করোনায় আক্রান্ত হয়েছেন সেই বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

এদিকে একশ্রেণির লোকজন ওই পত্রটি ফেসবুকে ও ম্যাসেঞ্জারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে লিখেছেন, ‘মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জন শনাক্ত হলেও মাত্র ৩ জনের নাম প্রকাশ করা হয়েছে।’ যার প্রমাণ হিসেবে তারা এই পত্রটির কথা উল্লেখ করেছেন। অথচ ওই তালিকায় শুধুমাত্র করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া ব্যক্তিদের তথ্য রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তালিকায় নাম থাকা ব্যক্তিদের একাধিক পরিবারের সদস্যরা জানান, করোনা পরীক্ষার জন্য তাদের পরিবারের সদস্যদের নমুনা দেওয়া হয়েছে। অথচ এই তালিকাটি ব্যবহার করে ফেসবুকে একশ্রেণির লোকজন তাদের পরিবারের সদস্যদের করোনা আক্রান্ত বলে প্রচার করছে।  অথচ এই কাগজে তা উল্লেখ নেই। এতে ছয় জন পুরুষ ও চার জন নারীর নমুনা সংগ্রহের বিষয়টি শুধুমাত্র উল্লেখ আছে।

এদিকে সরকারিভাবে প্রতিটি উপজেলা পর্যায়ে নমুনা সংগ্রহের ঘোষণা দেওয়ার পর জেলার এক উপজেলা চেয়ারম্যান, শিক্ষক ও আরও অনেকে নিজে থেকেই সেই নমুনা সংগ্রহের নিজেদের ছবি ফেসবুকে দিয়েছেন। বিষয়টিকে তারা গোপনীয় হিসেবে দেখেননি। তবে ফেসবুকে এই সরকারি পত্র ছড়িয়ে পড়ার পর তবে যেসব পরিবারের সদস্যরা বিষয়টি প্রকাশ করতে চাননি তারা বিব্রত বলে জানা গেছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে জেলা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, ‘প্রতিটি উপজেলা থেকেই করোনার নমুনা সংগ্রহের তথ্য ছক আকারে সিভিল সার্জন অফিস বারাবর পাঠানো হয়। আমাদের এখানে কঠোর গোপনীয়তার সঙ্গে এসব অফিসিয়াল কাগজপত্র সংরক্ষণ করা হয়। এমনকি গণমাধ্যম কর্মীদের এসব তথ্য প্রদানের সময় নাম-ঠিকানা বা পরিচয় প্রকাশ হয় এমন কিছু বিগত প্রায় দেড় মাসেও জানানো হয়নি অথচ এই সরকারিপত্রটি ফেসবুকে প্রচার হয়েছে। আমাদের সিভিল সার্জন অফিস থেকে হয়নি। উপজেলা পর্যায় থেকে জেলা পর্যায়ে পাঠানোর সময় হয়তো এমন ঘটনা ঘটতে পারে।’

মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকরাম হোসেন বলেন, ‘আমাদের অফিস থেকে কাগজটি কোথাও প্রকাশ করা হয়নি। তবুও আমরা বিষয়টি দেখবো যে কীভাবে এটি সাধারণ মানুষের কাছে গেলো।’

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা