X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই করোনা রোগী

বরগুনা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২০, ১৭:১৭আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১৯:১০

বরগুনা

বরগুনা সদর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই করোনা রোগী। তারা হলেন মো. হিরণ খান (৩৫) ও মো. সেলিম মিয়া (৬২)। এরমধ্যে হিরণ খানের বাড়ি সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামে ও মো. সেলিম খানের বাড়ি ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের খাগবুনিয়া গ্রামে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৩টার দিকে বরগুনার জেনারেল হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের সহায়তায় নিজস্ব পরিবহনে তাদের বাড়ি পৌঁছে দেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মো. সেলিম মিয়া তাবলিগ থেকে ফিরে ও মো. হিরণ খান নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে ফিরে বরগুনার সদর জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হন। এরপর তাদের দুজনেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ১১ এপ্রিল করোনা শনাক্ত হয়। সুস্থ হওয়া দুজনেরই যথাক্রমে ১৯ এবং ২৩ এপ্রিল দুবার নমুনা পরীক্ষা শেষে করোনা নেগেটিভ এসেছে। এরপর দুজনকেই ফুল দিয়ে বরণ করে নেন বরগুনা জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট এবং করোনা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ডা. কামরুল আজাদ এবং সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট সুভাষ দত্তসহ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা।

বরগুনা সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব উদ্দিন বলেন, 'আমরা চেষ্টা করেছি সাধ্যমতো সেবা দেওয়ার। করোনার কোনও নির্দিষ্ট চিকিৎসা না থাকলেও লক্ষণ দেখে আমরা চিকিৎসা দিয়েছি এবং সার্বক্ষণিক তাদের নজরদারিতে রেখেছি। এসব কারণে আমরা দুজনকে সুস্থ করে তুলতে সক্ষম হয়েছি।

প্রসঙ্গত, ৯ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে জেলায় মোট ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুজন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুজন।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
‘ভারত কিংবা অন্য কোনও দেশে এমনটি দেখিনি’
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
পশ্চিম তীরে ১০ যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও