X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বসতভিটার জন্য ১৫ বছরের সঞ্চয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান

রংপুর প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২০, ২১:২৬আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২১:২৯

বাড়ি করার জন্য জমানো টাকা ত্রাণ তহবিলে দান করেন মিলন নিজের থাকার জায়গা নেই, অন্যের জমিতে পরিবার পরিজন নিয়ে বাস করেন দলিত সম্প্রদায়ের মিলন রবিদাস। মিলন পেশায় মুচি, দীর্ঘ ১৫ বছর ধরে জমি কিনে বাড়ি করার জন্য ২০ হাজার টাকা জমিয়েছিলেন তিনি। তবে করোনা আক্রান্ত মানুষের জন্য এই টাকা দান করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সোমবার (২৭ এপ্রিল) বিকালে রংপুরের মিঠাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভুইয়ার হাতে তিনি বাড়ির জন্য জমানো পুরো টাকা তুলে দেন। দ্রুত এই টাকা যেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা হয়, এমনটাই চাওয়া মিলনের।

মিলন জানান, তার বাবাও মুচির কাজ করতেন। দীর্ঘ ১৫ বছর ধরে মিঠাপুকুর উপজেলা সদরে আওয়ামী লীগ কার্যালয়ের পাশে তিনিও জুতা-স্যান্ডেল সেলাই করে আসছেন। এই কাজে যা আয় হয়, তা দিয়েই পরিবার নিয়ে বেঁচে আছেন তিনি। মিলনের বাবা মারা গেছেন, মা রজনী, স্ত্রী দীপ্তি রবিদাস, মেয়ে মনিষা ও ছেলে দিগন্তকে নিয়েই তার সংসার। ছেলে স্থানীয় স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী, আর মেয়েটা পড়ে চতুর্থ শ্রেণিতে।

মিলন বলেন, নিজের কোনও জমি না থাকায় উপজেলা সদর থেকে আড়াই কিলোমিটার দূরে আব্দুল্লাপুর গ্রামে অন্যের জমিতে ঘর করে বসবাস করছি। দীর্ঘ ১৫ বছর ধরে অল্প-অল্প করে জমিয়ে ২০ হাজার টাকা হয়েছে। ইচ্ছে ছিল এক-দেড় শতক জমি কিনে বাড়ি করবো। কিন্তু ভয়াবহ করোনায় মানুষের জীবন বদলে গেছে। এই রোগ গরিব-ধনী ভেদ করে না, কখন কে আক্রান্ত হচ্ছে বলা যাচ্ছে না। অন্যদিকে কর্মহীন হয়ে লাখো পরিবার অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। এ অবস্থায় অনেক ভেবে নিজের জমানো টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে জমা দিয়েছি।

সোমবার বিকালে মিলন রবিদাস উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে পুরো ২০ হাজার টাকা তুলে দেন।

এ বিষয়ে ইউএনও মামুন ভুইয়া বলেন, মিলন রবিদাসের দেওয়া ২০ হাজার টাকা গ্রহণ করেছি।। দ্রুত এই টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা করা হবে। তিনি মিলন রবিদাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, তার এ পদক্ষেপ অনেকের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী