X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ইফতারসামগ্রী ফেলে দেওয়ার অভিযোগ, পুলিশ-স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া

গাজীপুর প্রতিনিধি
০১ মে ২০২০, ২৩:৫৫আপডেট : ০২ মে ২০২০, ০০:০০

 গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ বাজারে এক দোকানের ইফতারসামগ্রী ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে কাপাসিয়া থানার সিংহশ্রী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেকান্দার আলীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই বাজারের স্থানীয় ও ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়াার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। শুক্রবার (১ মে) ইফতারের আগে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসায়ীরা জানান, সিংহশ্রী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেকান্দার আলী ঘটনার সময় লকডাউন উপেক্ষা করে ইফতার বেচাকেনার আয়োজনে বাধা দেন। এসময় তিনি দোকান খোলা রাখায় হোটেলে বানানো ইফতারসামগ্রী ফেলে দেন। তিনি হোটেলের কয়েকটি গ্লাস ও আসবাবপত্রও লাঠি দিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ করেন তারা।

ব্যবসায়ীরা বলেন, লাঠির আঘাতে দোকান মালিক আকতার হোসেন, ক্রেতা নূরুল হক, আফাজ উদ্দিন ও মোবারক হোসেন আহত হন। তারা স্থানীয় ফার্মেসি থেকে চিকিৎসা নিয়েছেন। এসময় বাজারে উপস্থিত লোকজন ওই এএসআই সেকান্দার আলী ও তার সঙ্গে থাকা হাবিলদার কায়েসকে ধাওয়া দেন। পরে পুলিশ ক্যাম্প থেকে অন্য সদস্যরাও এসে এতে যোগ দেন। পরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, গত ৩০ এপ্রিল ওই এএসআই সেকান্দর আলী পাশের বাগেরহাট এলাকার সুলতান উদ্দিনের আখের মিলে গিয়ে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় আখ জাল দেওয়ার চুলা ভেঙে ফেলেন। এসময় বাধা দিতে গেলে পুলিশ সদস্যদের লাঠির আঘাতে মোজাম্মেল ও মানিক নামে দু’জন আহত হন বলে অভিযোগ রয়েছে।

ইফতারসামগ্রী ফেলে দেওয়ার অভিযোগ, পুলিশ-স্থানীয়দের ধাওয়া-পাল্টা ধাওয়া এ বিষয়ে অভিযুক্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) সেকান্দার আলী জানান, লকডাউনে দোকান খোলা রাখা নিয়ে কাজ করতে গেলে হোটেলের লোকজন দৌড়াদৌড়ি করে ইফতারের খাবার ও দোকানের গ্লাস ভেঙে ফেলে। তিনি কিছু ফেলেননি বলে দাবি করেন। খাবার ফেলে দেওয়ায় স্থানীয় লোকজন পুলিশকে সন্দেহ করে ধাওয়া করলে
একজন এএসআই ও দুই জন কনস্টেবল আহত হন। তাদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, পুলিশ যেটা করে, এটা সবসময়ই ভুল করে। আপনি যা পারেন লিখে দেন। যখন বাজারের ব্যবসায়ীরা দোকান খুলে বসে, তখন তো কিছু লিখতে পারেন না। ওই এএসআই লাঠি দিয়ে শুধু একটি গ্লাস ভেঙেছে। দোকানের কোনও আসবাবপত্র ভাঙে নাই।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস