X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সরকারি খালের জমি দখল করে পুকুর খননের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি
০৪ মে ২০২০, ১৮:২৩আপডেট : ০৪ মে ২০২০, ১৮:৩৭

খনন করা হচ্ছে পুকুর নীলফামারীর ডিমলা উপজেলার ওপর দিয়ে চলে যাওয়া দিনাজপুর সেচ খালের জমি দখল করে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে। পানি উন্নয়ন বোডের চতুর্থ শ্রেণির একজন কর্মচারীর বিরুদ্ধে এই অভিযোগ। পুকুর খননের ফলে পানির চাপ বাড়লে যেকোনও সময় খালের তীর ধসে গিয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

এলাকাবাসী জানান, পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া ডিভিশনে কর্মরত ছমির উদ্দিন উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের শৌলমারী গ্রামে তিস্তা সেচ প্রকল্পের খালের জমি দখল করে পশ্চিম তীরে পুকুর খনন করছেন। এতে যেকোনও সময় তীর ধসে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে জমি ও ফসলের ক্ষতি হতে পারে। সেচ খালের তীর হতে প্রায় একশ' ফিট জায়গা সরকারি অধিগ্রহণকৃত। তারপরও তারা কোনও তোয়াক্কা না করে নিজেদের মতো করে পুকুর খনন করে যাচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়,  শৌলমারী গ্রামে তিস্তা সেচ প্রকল্পের খালের পশ্চিম তীরে টিন দিয়ে ঘিরে প্রায় ৩০ জন শ্রমিক পুকুর খনন করছেন। সেখানকার একজন নারী সঙ্গে কথা হয়। তিনি বলেন, 'করোনায় যেহেতু লকডাউন ও সরকারি ছুটি চলছে, তাই এই ফাঁকে কাজগুলো এগিয়ে নেওয়া হচ্ছে।' পরে জানতে পারি তিনি ছমির উদ্দিনের স্ত্রী।

পুকুর খনন করা হচ্ছে সেখান থেকে আরেকটু সামনে যেতেই দেখা হয় ছমির উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, 'আমাদের এখানে এক একর জমি ছিল। সেচ খাল হয়ে সেখানেই জমিগুলো চলে গেছে। তাই বাড়ি করতে সামনের মাটিগুলো দিয়ে পিছনের দিকটা ভরাট করছি। আর এগুলো তো আমাদের বাপ-দাদার সম্পত্তি ছিল। তাই কোনও সমস্যা নেই।'

এ বিষয়ে ডালিয়া ডিভিশনের উপসহকারী প্রকৌশলী রবিন সিন ফিরোজ বলেন, ‘যেহেতু আজ প্রথম খবরটা পেলাম। আমি সেখানে যাবো। সরেজমিনে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। তারা দুজনই আমাদের পিয়ন। সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ডালিয়া পানি উন্নয়ন বোডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘আমি এ বিষয়ে জানি না। সেচ খালের ১০০ ফিটের মধ্যে পুকুর খনন করা হলে অবশ্যই তা অপরাধ। তদন্ত করতে লোক পাঠানো হবে। অভিযোগ সত্য হলে খনন কাজ বন্ধ করা হবে।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে