X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

লকডাউন ভেঙে রিকশায় আইসোলেশনে গেলেন করোনা আক্রান্ত নার্স

বগুড়া প্রতিনিধি
০৮ মে ২০২০, ১৬:৪৫আপডেট : ০৮ মে ২০২০, ১৬:৪৫

বগুড়া বগুড়া শহরের নিশিন্দারা উপশহরের স্নিগ্ধা আবাসিক এলাকায় লকডাউন ভেঙে করোনাভাইরাসে আক্রান্ত একজন সিনিয়র নার্স রিকশায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছেন। এর মাধ্যমে ওই রিকশাচালক এবং তার পরিবারের সদস্যরা বিপদের মুখে পড়লেন বলে এলাকাবাসীর অভিযোগ। বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ ওই বাসার কেউ লকডাউন মানছেন না। এতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অবহেলা রয়েছে।

উপশহর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর নান্নু খান জানান, তাদের না জানিয়ে ওই নার্স হাসপাতালে গেছেন। এ ঘটনায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা হতাশা প্রকাশ করেছেন।

সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী জানান, তাকে আইসোলেশনে আসতে বলা হয়েছিল। তবে তিনি প্রটেকশন নিয়ে বাসা থেকে বের হলে কোনও সমস্যা ছিল না।

স্বাস্থ্য বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বগুড়ার নিশিন্দারা এলাকায় বক্ষব্যাধি হাসপাতালের ওই সিনিয়র স্টাফ নার্স (৩২) পাশেই স্নিগ্ধা আবাসিক এলাকার একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। তার স্বামী অন্যত্র চাকরি করেন। এর আগে ওই নার্সের ভগ্নিপতি, বোন ও ভাগ্নে করোনায় আক্রান্ত হন। তাদের সংস্পর্শে গিয়েই ওই নার্স করোনা আক্রান্ত হন।

জানা যায়, গত বুধবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে ওই নার্সের করোনা পজিটিভ ধরা পড়ে। ওই দিন রাতেই উপশহর পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা আবাসিক প্রকল্পের ওই বাসা লকডাউন করেন।

এলাকাবাসীরা জানান, প্রশাসন খোঁজ খবর না রাখায় ওই বাসার কেউ স্বাস্থ্যবিধি মেনে চলেননি। তারা এলাকায় স্বাভাবিক চলাফেরা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার আগে নার্স তার ছেলে ও শ্বাশুড়িকে অন্যত্র পাঠিয়ে দেন। এরপর তিনি রিকশায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের  আইসোলেশনে গিয়ে ভর্তি হন। এতে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। 

ওই নার্স সাংবাদিকদের জানান, তিনি সিভিল সার্জনকে জানিয়ে প্রটেকশন নিয়ে আইসোলেশনে গেছেন। এছাড়া তিনি সুস্থ আছেন। তবে তিনি ওই রিকশাচালক এবং তার ছেলে ও শাশুড়ির ব্যাপারে কোনও মন্তব্য করেননি।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, সিনিয়র ওই নার্স বৃহস্পতিবার ইফতারের আগ মুহূর্তে রিকশা করে আইসোলেশনে আসেন। এতে সবাই হতবাক হয়েছেন।

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নান্নু খান জানান, বাসা লকডাউন করা হলেও ওই নার্স তাদের না জানিয়ে আইসোলেশনে গেছেন।

সিভিল সার্জন জানান, বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসকের পরামর্শে ওই নার্সকে আইসোলেশনে ভর্তি হতে বলা হয়েছিল। তিনি শেষ মুহূর্তে তাদের না জানিয়েই ভর্তি হন। জানা থাকলে তাকে প্রটেকশন দিয়ে অ্যাম্বুলেন্সে আইসোলেশনে আনা হতো। ওই নার্সের গাবতলীর আত্মীয়ের বাড়ি ও অন্যত্র থাকা স্বজনদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন
টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন
প্রতিবার চক্রান্ত মোকাবিলা করে বেরিয়ে আসি, এটা ধরে রাখতে হবে: শেখ হাসিনা
প্রতিবার চক্রান্ত মোকাবিলা করে বেরিয়ে আসি, এটা ধরে রাখতে হবে: শেখ হাসিনা
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প