X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

লকডাউন শিথিল করে প্রধানমন্ত্রী ভুল পথে হাঁটছেন: রিজভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ মে ২০২০, ১২:২১আপডেট : ১২ মে ২০২০, ১২:২২

নারায়ণগঞ্জে বিএনপির ত্রাণ বিতরণ লকডাউন শিথিল করার কারণে বাংলাদেশের করোনা সংক্রমণের সংখ্যা প্রতিদিন বাড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘সরকার করোনার ভয়াবহতা শুরু হওয়ার পরেও তাদের নিজেদের একটি অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিল। এদিকে তারা কোনও খেয়াল দেয়নি। যে কারণে আজ বাংলাদেশ করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লকডাউন শিথিল করে ভুল পথে হাঁটছেন।’

মঙ্গলবার (১২ মে) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় তারাবো পৌরসভা বিএনপির সভাপতি নাসির উদ্দিনের বাড়িতে অসহায় গরিবদের মাঝে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার কথা সরকারের। কিন্তু তারা তা করছে না। আওয়ামী লীগের মেম্বার-চেয়ারম্যানরা অসহায় সাধারণ মানুষকে ত্রাণ না দিয়ে নিজেদের ঘরে, পুকুরে, খালে-বিলে, খাটের নিচে তা লুকিয়ে রাখছে। আইনশৃঙ্খলা বাহিনী এসব সামগ্রী ওই সব মেম্বার-চেয়ারম্যানদের বাড়ি থেকে উদ্ধার করছে। এতে প্রমাণিত হয় সরকার সাধারণ মানুষকে ত্রাণ দিচ্ছে না।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের মানুষের কাছে কোনও জবাবদিহিতা নাই। বিনা ভোটে নির্বাচিত সরকারের জনগণের কোনও প্রয়োজন নেই। কারণ রাতের আঁধারে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ভোটের ব্যালট বাক্স ভরে দেয়। সংসদে যারা আছে তারা সবাই তাদের অনুগত। সরকার যা বলে সরকারি দল বিরোধী দল সভায় প্রধানমন্ত্রীর কথায় তালি দেয়। যে কারণে তাদের কোনও জবাবদিহিতা নাই, জনগণের কাছে কোনও দায়বদ্ধতা নাই।’ নারায়ণগঞ্জে বিএনপির ত্রাণ বিতরণ

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের মন্ত্রীরা বাসায় হোম কোয়ারেন্টিনে থেকে ভিডিও বার্তা পাঠাচ্ছেন। মাঠের সঙ্গে তাদের কোনও সংযোগ নেই। জনগণের সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা নেই। যে কারণে তারা বিএনপি'র ত্রাণ বিতরণ নিয়ে নানা কথাবার্তা অপপ্রচার চালাচ্ছেন। দেশের দুর্যোগের সময় বিএনপি নেতাকর্মীরা সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজ তারাবো বিএনপি'র সভাপতি তার নিজের পকেটের পয়সা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর সরকার সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে মানুষের মধ্যে বিতরণ না করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিতরণ করছেন তারা।’

তিনি আরও বলেন, ‘করোনার  প্রথম সারির যোদ্ধা চিকিৎসক, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিদিনই কারোনায় আক্রান্ত হচ্ছেন। তারা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। কিন্তু সঠিক চিকিৎসা পাচ্ছেন না। তাদের পর্যাপ্ত পিপিই দেওয়া হয় নাই। সারা পৃথিবীতে যখন মহামারি চলছে ঠিক সেই সময়ে বাংলাদেশে লকডাউন শিথিল করার কারণে পথে-ঘাটে নদীর তীরে মানুষ পড়ে মারা যাচ্ছে। কিন্তু সরকার কোনও ব্যবস্থা গ্রহণ করতে পারছে না।’

তারাবো পৌরসভা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান ইমন, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়