X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মানা হচ্ছে না নির্দেশনা, মার্কেটে উপচে পড়া ভিড়

পাবনা প্রতিনিধি
১২ মে ২০২০, ১৩:২৩আপডেট : ১২ মে ২০২০, ১৩:২৩

মার্কেটে ভিড়



পাবনায় সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মলগুলো রবিবার (১০ মে) খোলা হয়েছে। মার্কেট খোলার সঙ্গে সঙ্গে উপচে পড়া ভিড় দেখা গেছে। কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানের অধিকাংশই স্বাস্থ্যবিধি মানছে না। ফলে স্বাস্থ্য ঝুঁকি নিয়েই কেনাকাটা করছেন লোকজন। পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জানিয়েছে কেউ নিয়ম না মানলে দোকান বন্ধ করে দেওয়া হবে।

সরেজমিনে দেখা গেছে, সীমিত পরিসরে মার্কেট খোলার পর মার্কেট, বিপণি বিতান এমনকি অলিগলিতে উপচে পড়া ভিড় দেখা গেছে।  এত মানুষের ভিড়ে আতঙ্ক ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে সচেতন মহল। তাদের দাবি, এভাবে ঘর থেকে মানুষ বের হয়ে সামাজিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি পরিপন্থীভাবে চললে করোনার সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে করোনা আক্রান্তের পাল্লাও ভারী হবে। জায়গায় জায়গায় সামাজিক দূরত্ব নিশ্চিতে পুলিশ, সেনাবাহিনী টহল থাকলেও সাধারণ মানুষ তা মানছেন না। 

মার্কেটে ভিড়

কলেজ শিক্ষক ইয়াদ আলী মৃধা পাভেল বলেন, ‘বিশেষজ্ঞদের মতে মে মাস করোনা আক্রান্তের জন্য পিক টাইম। আর জুন থেকে এটা ধীরে ধীরে কমতে থাকবে। আমার কাছে মনে হয়েছে আরও যদি একমাস দেশে লকডাউন থাকতো তাহলে প্রাথমিকভাবে এই ভয়াবহতা বা বিপর্যয় থেকে আমরা কাটিয়ে উঠতে পারতাম। কিন্তু এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লকডাউন যখন ছিল তখনই সেটাই মানুষ পালন করেছে শিথিলভাবে। আর এখন লকডাউন শিথিল করা হয়েছে তাতে মানুষ যেভাবে চলছে তাতে মনে হচ্ছে করোনা একটি গুজব। আমরা কাছে  মনে হয়েছে আর একটি মাস লকডাউন থাকলে আমরা সুফলটা পেতাম।’   

স্থানীয় বাসিন্দা আবুল কালাম আজাদ বলেন,  ‘লকডাউন শিথিল করার মানে স্বেচ্ছায় মৃত্যুকে ডেকে নিয়ে আসা। কারণ এমনিতেই সাধারণ মানুষ সামাজিক দূরত্ব মেনে চলছে না। দোকান, আর শপিং মলে মানুষ গা ঘেঁষে চলাচল করছে। তাতে করোনা মহামারির আকার ধারণ করবে। সরকার যদি এই মুহূর্তে কঠোর পদক্ষেপ না নেয় তাহলে আমাদের দেশ মৃত্যুপুরীতে রূপান্তির হবে।’

মার্কেটে ভিড়
মার্কেট এলাকায় বসবাসকারী স্বাধীন সাহা বলেন, ‘আমাদের দেশের জনগণ সেভাবে এখনও সচেতন নয়। আর সরকারেরও কিছু করার নাই। কারণ জনগণ তো সেটা বুঝতে না। এখানে আমাদের সচেতন থাকতে হবে। মার্কেট সীমিত পরিসরে খোলায় আমাদের কিছু লাভ আছে। তবে সর্বোপরি আমাদের সচেতন থাকতে হবে।’

মার্কেটে ভিড়

এ বিষয়ে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি আলী মর্তুজা বিশ্বাস সনি জানান, সরকার যে ১০ দফা নিদের্শনা দিয়েছে সেটা বাস্তবায়ন করেই শপিংমল, বিপণি বিতান ও দোকান খুলে দেওয়া হয়েছে। চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা  প্রশাসক ও পুলিশ প্রশাসন যৌথভাবে সমন্বয় করে যেখানে স্বাস্থ্যবিধি মানা হবে শুধু সেসব শপিং মলগুলোই খোলা থাকবে। মার্কেট ও দোকান মালিক সমিতি’র সঙ্গে কথা হয়েছে। কোনও শপিং মল বা দোকান স্বাস্থ্যবিধি না মানলে সঙ্গে সঙ্গে তা বন্ধ করে দেওয়া হবে।

এদিকে পাবনা সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল বলেন, একটা দেশের অর্থনৈতিক চাকা একবারে বন্ধ রাখলে চলে না। সরকার  তাই কৌশলগতভাবে অর্থনৈতিক চাকা সচল রাখা এবং বেগবান করতে এই সিদ্ধান্ত নিয়েছে। এখানে সরকার কিছু শর্ত দিয়েছে জনগণ যেন এই শর্তগুলো মেনে চলে তার জন্য আমরা অনুরোধ করছি। এছাড়া সরকার শর্ত দিয়েছে এবারের ঈদে যে যেখানে আছ সেখানেই যেন অবস্থান করে।

মার্কেটে ভিড়

তিনি  বলেন, পাবনায় যে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও একজন সুস্থ হওয়ার পথে। এছাড়া বাকি আক্রান্ত সবাই বাড়িতে হোম আইসোলেশনে আছেন। তারা ভালো আছে। সার্বক্ষণিক তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা