X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বিপণি বিতানে ক্রেতাদের উপচেপড়া ভিড়, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

তৈয়ব আলী সরকার, নীলফামারী
১৭ মে ২০২০, ১৩:২২আপডেট : ১৭ মে ২০২০, ১৩:৩৩

বিপণি বিতানে ক্রেতাদের ভিড় নীলফামারী জেলা শহরের বিপণি বিতানগুলোতে ঈদের কেনাকাটায় ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। পণ্য কেনাবেচার সময় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। ব্যবসায়ীদের হ্যান্ড স্যানিটাইজার এবং হাত ধোয়ার ব্যবস্থা করার কথা থাকলেও এ ব্যাপারে নেই কোনও পদক্ষেপ।

সরেজমিনে শনিবার (১৬ মে) দুপুরে শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দোকানগুলোতে রয়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধি মানার জন্য দোকানের সামনে টাঙানোর কথা ছিল সতর্কবাণী সংবলিত ব্যানার ও ফেস্টুন। তবে তা মানছেন না ব্যবসায়ীরা। মালিক ও কর্মচারীদের মুখে নেই মাস্ক, হাতে নেই গ্লাভস। নিয়ম-নীতির (স্বাস্থ্যবিধি) তোয়াক্কা করছেন না কেউ।

নীলফামারী বড় বাজারের কাপড় ব্যবসায়ী ও লিয়ন ক্লোথ স্টোরের মালিক বেলাল হোসেন জানান, মাস্ক পরে কথা বললে গ্রাহকরা শুনতে পান না। তাই তিনি মাস্ক পরেননি। বোতলে জীবাণুনাশক পানি রেখেছেন, তবে নেই তার কোনও ব্যবহার। এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, 'খরিদদার চলে গেলে পানি ছিটানো হবে।'

বিপণি বিতানে ক্রেতাদের ভিড় ঈদের কেনাকাটায় অগনিত মানুষের আনাগোনা লক্ষ করা গেছে ওই বাজারে। বিশেষ করে জুতা, স্যান্ডেল ও কাপড়ের দোকানে নারী-পুরুষের উপচে পড়া ভিড় ছিল। মাস্কবিহীন শিশুরাও রয়েছে গার্ডিয়ানদের সঙ্গে। গাদাগাদি করে পছন্দের পণ্য কিনছেন তারা। সরকারি নিয়ম অমান্য করে দোকানের মালিক-কর্মচারীরা অনায়াসে ব্যবসা করে যাচ্ছেন। এ ছাড়াও সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দোকান খোলা রাখার কথা থাকলেও অনেকেই মানছে না সেই নিয়ম।

বড় বাজারের কাপড় ব্যবসায়ী ও স্মৃতি গার্মেন্টেসের মালিক মকবুল হোসেন বলেন, 'করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার সব ব্যবস্থা করেছি। কিন্তু ক্রেতারা এসব নিয়ম মানছেন না। আবার তাদের কিছু বললে ক্ষুব্ধ হয়ে দোকান ছেড়ে চলে যাচ্ছেন। বেচাকেনার স্বার্থে ক্রেতাদের বেশি কিছু বলতেও পারছি না।'

একই বাজারের ফাতেমা গার্মেন্টস অ্যান্ড ক্লোথ স্টোরের সামনে কথা হয় কুন্দুপুকুর ইউনিয়নের মধ্য শালহাটি গ্রামের হোটেল ব্যবসায়ী গোলাম রব্বানীর সঙ্গে। তিনি জানান, সরকার করোনা প্রতিরোধে যেসব পদক্ষেপ নিয়েছে, ব্যবসায়ীরা তা মানছেন না। দোকানের সামনে সতর্কতামূলক নেই পোস্টার, নেই জীবাণুমুক্ত পানির বোতল। এ ছাড়াও সামাজিক দূরত্বের নেই কোনও প্রচারণা। এতে লোকজন বাজার থেকে সংক্রমিত হয়ে বাড়িসহ পাড়া মহল্লায় ছড়িয়ে দেবে করোনাভাইরাস।

বিপণি বিতানে ক্রেতাদের ভিড় জেলা সদরের রামনগর ইউনিয়নের চড়চড়াবাড়ী গ্রামের লুৎফর রহমান (৫০) পরিবারের ছেলে মেয়ের জন্য কাপড় কিনতে এসেছেন। তিনি বলেন, 'ভাবতে পারিনি দোকানে করোনা পরিস্থিতির মধ্যে এত লোকের ভিড় হবে। অনেক চেষ্টা করে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দুইটি জামা কিনলাম। আরও কিছু কেনার বাকি আছে। করোনাভাইরাসের কথা ভেবে বাড়ি চলে যাচ্ছি। চোখে যেটা দেখলাম সামাজিক দূরত্ব মানছে না কেউ। অনেকের মুখে মাস্কও নেই।' স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন তিনি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. এলিনা আকতার বলেন, 'স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়ীদের কেনাবেচা করার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতা-বিক্রেতারা গ্লাভস ও মাস্ক পরে কেনাকাটা করতে পারবেন।' তিনি জানান, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কেনাকাটা চলবে। তবে অনিয়মের অভিযোগ এলে খতিয়ে দেখা হবে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি