X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নিজের গাড়ি হলে মিলছে অনুমতি, ফেরত পাঠানো হচ্ছে ভাড়ার গাড়ি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ মে ২০২০, ০৯:৪১আপডেট : ১৮ মে ২০২০, ০৯:৪১

শিমুলিয়া ঘাটে মানুষের ভিড় ঢাকা থেকে শিমুলিয়া ঘাট অভিযমুখে গত তিনদিন ধরে ঈদে ঘরমুখী যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। তবে রবিবার (১৭ মে) থেকে এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে পুলিশের কড়াকড়ি আরোপ করেছে। বেশিরভাগ যাত্রীদের ঢাকা ফেরত পাঠানো হয়েছে। এরমধ্যে যারা নিজ গাড়ি নিয়েই রওনা হয়েছেন তাদের পুলিশ গন্তব্যে যেতে দিচ্ছে। আর ভাড়ার গাড়ি কখনও আটক করা হচ্ছে। আবার কখনও ফেরত পাঠানো হচ্ছে। মুন্সীগঞ্জে দায়িত্বশীল একাধিক পুলিশ কর্মকর্তা এ তথ্য জানা গেছে।


মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া ঘাটে ফেরি পারাপারের জন্য রবিবার সকালের দিকে যান ও যাত্রীদের বেশ চাপ ছিল। পরে চাপ কমে যায়। কারণ, এক্সপ্রেসওয়ে থেকে পুলিশ যান ও যাত্রীদের ঘাটমুখী হতে বাধা দেয়। এক্সপ্রেসওয়ের একাধিক জায়গায় চেকপোস্ট বসানো হয়।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বরেন, ‘আমরা জেনেছি যে পুলিশ অনেক গাড়ি ঢাকার দিকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এ কারণে সকালের দিকে গাড়ি ও মানুষের চাপ থাকলেও পরে তা কমে যায়। দুপুরের পর আবার একটু করে চাপ বাড়তে থাকে। শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে এখন ১২/১৩ টি ফেরি চলছে।’


শিমুলিয়া ঘাটে মানুষের ভিড়



উবার, পাঠাও বা অন্য কোনও ভাড়ায় চালিত গাড়ি শুধু ঢাকার দিকে ফেরতই পাঠানো হচ্ছে না আটকও করা হচ্ছে। এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাছেদ বলেন, ‘আগে ভাড়ায় চালিত গাড়ি আমরা ফেরত পাঠিয়ে দিতাম। তবে, আজ আটক করা হচ্ছে। আর যারা নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছে তাদের যেতে দেওয়া হচ্ছে।’
এ পর্যন্ত মোট কয়টি গাড়ি আটক করা হয়েছে জানতে চাইলে তিনি তা বলতে পারেননি।
মুন্সীগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুর রায়হান বলেন, শিমুলিয়া ঘাটে ও মহাসড়কে কয়েকস্থানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। যারা ভাড়ায় গাড়ি নিয়ে ঢাকা থেকে আসছেন তাদের ফেরত পাঠানো হচ্ছে। তবে, গাড়ি আটকের কোনও খবর বা নির্দেশনা পাইনি।
তিনি আরও বলেন, সকালে শিমুলিয়া ঘাটে যাত্রী ও যানের বেশ চাপ ছিল। পরে তা কমে যায়।

 



/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
পিএসজির অপেক্ষা বাড়িয়ে দিলো মোনাকো
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে আটকা পড়েছে শতাধিক পাইলট তিমি
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
যুদ্ধ কোনও সমাধান আনতে পারে না: প্রধানমন্ত্রী
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
শপথ নিলেন আপিল বিভাগের নতুন তিন বিচারপতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি