X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করোনা শনাক্তে মনসুর আলী মেডিক্যালে পিসিআর ল্যাব উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ মে ২০২০, ০১:৪০আপডেট : ২০ মে ২০২০, ০১:৫৫

শহীদ এম মনসুর আলী মেডিক্যালে পিসিআর ল্যাবের উদ্বোধন করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও ৫০০ শয্যা হাসপাতালে পিসিআর (পলিমার চেইন রি-অ্যাকশন) ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বেলা ৩টায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এর উদ্বোধন করেন। আগামী বৃহস্পতিবার থেকে এই ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হবে।

উদ্বোধনকালে নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে করোনাভাইরাস নামক অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই চলছে। দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। দেশ আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। করোনা সামাজিক পর্যায়ে ছড়িয়ে পড়েছে। শনাক্তকরণের রিপোর্ট পেতে এই অঞ্চলের মানুষজনকে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জে পিসিআর ল্যাবের কার্যক্রম উদ্বোধন করা হচ্ছে।'

নিজ পিতা জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর নামে প্রতিষ্ঠিত মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাব স্থাপনে আনন্দ প্রকাশ করেন নাসিম। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানান। করোনাভাইরাস থেকে দেশ ও জাতিকে রক্ষা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এ সময় বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম, সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, প্রকল্পের পিডি ডা. কৃষ্ণ কুমার পাল, অধ্যাপক ডা. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি কেএম হাসান আলী হাসান প্রমুখ।

পরে নাসিম নিজ নির্বাচনি এলাকা- সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের সীমান্ত বাজারে ব্যক্তিগত অর্থায়নে দুস্থ, হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে ঈদের উপহার হিসেবে চিনি, ময়দা, সেমাইসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ