X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

উপজেলা চেয়ারম্যানসহ আরও ১৩২ জন আক্রান্ত, আইসোলেশনে সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ মে ২০২০, ১৫:২১আপডেট : ২০ মে ২০২০, ১৫:২৩

চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজানের উপজেলা চেয়ারম্যানসহ মঙ্গলবার (১৯ মে) জেলায় মোট ১৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ড. সেখ ফজলে রাব্বি। এনিয়ে চট্টগ্রামে ৯৭৭ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১২০ জন। মারা গেছেন ৪১ জন।

এদিকে উপজেলা চেয়ারম্যান আক্রান্ত হওয়ার ঘটনায় আইসোলেশনে চলে গেছেন ওই আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম। তার নমুনা সংগ্রহ করার কথা রয়েছে বলেও জানিয়েছে পরিবার।

ড. সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, 'মঙ্গলবার ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ২৬২ জনের নমুনা, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৭০টি নমুনা এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ল্যাবে ১৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে বিআইটিআইডিতে ৫৮ জন, সিভাসুতে ২০ জন এবং চমেক ল্যাবে পরীক্ষায় ৭৫ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। তাদের মধ্যে একজন উপজেলা চেয়ারম্যান, দুজন সাংবাদিক ও সাত জন পুলিশ সদস্য রয়েছেন।

তিনি আরও বলেন, 'বিআইটিআইডিয়ের মধ্যে ৫৪ জন চট্টগ্রামের, ৪৪ জন নগরীর এবং বাকি ১০ জনের মধ্যে দুজন রাউজানের, একজন হাটহাজারীর, দুজন বাঁশখালীর, পাঁচ জন সীতাকুণ্ডের এবং একজন ফটিকছড়ির। চমেকে শনাক্ত ৭৫ জনের মধ্যে ৭১ জন নগরীর, একজন পটিয়া উপজেলার এবং দুজন সন্দ্বীপ উপজেলার এবং অন্যজন কক্সবাজার জেলার। অন্যদিকে সিভাসুতে শনাক্ত ২০ জনের মধ্যে ১৭ জন রাঙামাটি জেলার, বাকি তিন জন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার।'

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া