X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরের ‘গোড়-এ শহীদ’ ময়দানে এবার হচ্ছে না ঈদের জামাত

দিনাজপুর প্রতিনিধি
২৪ মে ২০২০, ১০:২৯আপডেট : ২৪ মে ২০২০, ১৮:০০

‘গোড়-এ শহীদ’ ঈদগাহ ময়দান দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান দিনাজপুরের ‘গোড়-এ শহীদ’। প্রতি বছর এই মাঠে লাখ লাখ মুসল্লি সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এই ময়দানে এবার ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। এতে মুসল্লিদের অনেকে দুঃখ পেলেও তাদের আল্লাহর কাছে একটাই প্রার্থনা করোনা মহামারি থেকে মানুষ যেন মুক্তি পান।

ঈদগাহবস্তি এলাকার আব্দুস সালাম বলেন, 'গত কয়েক বছর ধরেই লাখো মুসল্লির সঙ্গে এখানে নামাজ আদায় করি। তবে এবার করোনার কারণে তা হবে না।'

মুসল্লি শফি উদ্দিন বলেন, 'মাঠে একসঙ্গে নামাজ আদায় করা আনন্দের একটি অংশ। এবার তা হচ্ছে না। তবে সবাই যেন করোনা থেকে মুক্ত থাকেন এই কামনা করি।'

দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, 'সরকারের নির্দেশনা মতে কোনও উন্মুক্ত স্থানে ঈদের জামাত হচ্ছে না। সেই কারণে ‘গোড়-এ শহীদ’ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না। তবে প্রতিটি মসজিদে তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার জন্য সবাই একমত হয়েছেন। পর্যাপ্ত জীবাণুনাশক স্প্রে করে সেখানে নামাজ আদায় করা হবে। কোলাকুলি বা হাত মেলানো যাবে না। মসজিদে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান রাখা হবে। স্বাস্থ্যবিধি মেনেই ঈদ উদযাপন করা হবে।'

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোড়-এ শহীদ বড় ময়দানের আয়তন প্রায় ২২ একর। ৫২ গম্বুজের ঈদগাহ মিনার তৈরিতে খরচ হয় তিন কোটি ৮০ লাখ টাকা।  মিনারের প্রথম গম্বুজ অর্থাৎ মেহেরাব (যেখানে ইমাম দাঁড়াবেন) তার উচ্চতা ৪৭ ফিট। এর সঙ্গে রয়েছে আরও ৪৯টি গম্বুজ। এছাড়া ৫১৬ ফিট লম্বা ৩২টি আর্চ নির্মাণ করা হয়েছে। পুরো মিনার সিরামিক্স দিয়ে নির্মাণ করা হয়েছে। ঈদগাহ মাঠের দু’ধারে করা হয়েছে ওজুর ব্যবস্থা। প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক লাইটিং। রাত হলে ঈদগাহ মিনার আলোকিত হয়ে উঠে। ময়দানের পশ্চিম দিকে প্রায় অর্ধেক জায়গা জুড়ে প্রতিষ্ঠিত মিনারটির কাজ শুরু হয় ২০১৫ সালের ডিসেম্বরে। ২০১৭ সাল থেকে প্রতি ঈদে এখানে  জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। নতুন মিনার তৈরির পর তিন বছরে এই মাঠে ৬টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!