X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বগুড়া শহরে ওয়ার্ড যুবলীগ সম্পাদককে কুপিয়ে হত্যা, দুই সঙ্গী আহত

বগুড়া প্রতিনিধি
২৭ মে ২০২০, ০৩:২৫আপডেট : ২৭ মে ২০২০, ০৩:৫৯

নিহত ফিরোজ মিয়া বগুড়া শহরে চার নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়াকে (৩০) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে তার দুই সঙ্গী এমরান হোসেন ও মশিউর রহমান আহত হয়েছেন। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকালে শহরের জহুরুলনগর ব্যাংকপাড়ার একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।

পুলিশ দাবি করেছে, পূর্ব বিরোধের জের ধরে ওই এলাকার প্রতিপক্ষ আলাল ও দুলালের নেতৃত্বে এ হামলা হয়। এ নিয়ে ঈদের দিন, আগের দিন ও পরের দিন তিনটি হত্যাকাণ্ড সংঘটিত হলো।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ফিরোজ মিয়া শহরের চকসুত্রাপুর এলাকার ফজলার রহমানের ছেলে। তিনি বগুড়া শহর যুবলীগের ৪ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে বিভিন্ন সূত্র দাবি করেছে, ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর রাতে জন্মদিন সেলিব্রেট করতে চকসূত্রাপুর এলাকায় মাদক কিনতে গিয়ে ছুরিকাঘাতে খুন হন চকফরিদ এলাকার শাকিল আহমেদ ওরফে শাকিল ওরফে বি-ক্লাস শাকিল।  এ ঘটনায় নিহতের স্ত্রী যুবলীগ নেতা ফিরোজ মিয়াকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। গ্রেফতার হওয়ার পর ফিরোজ জামিনে ছাড়া পান। তার বিরুদ্ধে এ হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

এদিকে, স্থানীয় একটি সূত্র দাবি করেছে, মঙ্গলবার (২৬ মে) বিকাল সাড়ে ৫টার দিকে শহরের জহুরুলনগর ব্যাংকপাড়ার মাহী ছাত্রাবাসে ফিরোজ, এমরান ও মশিউরসহ চারজন তাস খেলছিলেন। এ সময় একদল সন্ত্রাসী ভেতরে ঢুকে ফিরোজসহ তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। স্থানীয়রা রক্তাক্ত ফিরোজ, এমরান ও মশিউরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। কিছুক্ষণ পর ফিরোজ মারা যান।

পুলিশ কর্মকর্তারা জানান, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় প্রতিপক্ষ আলাল ও দুলালের নেতৃত্বে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। ঘটনার পরপরই এলাকা জনশূন্য হয়ে পড়ে।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু জানান, নিহত ফিরোজ মিয়া শহরের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পুকুর ব্যবসা নিয়ে জহুরুলনগর এলাকার আলাল ও দুলাল গ্রুপের সঙ্গে ফিরোজের বিরোধ চলছিল। শোনা যাচ্ছে ওই বিরোধের জের ধরেই এ হামলা হয়েছে।

 

/আইএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ