X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করোনায় সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু

ফেনী প্রতিনিধি
২৭ মে ২০২০, ১৩:৪৬আপডেট : ২৭ মে ২০২০, ১৫:৪৭

করোনা ভাইরাস সৌদি আরবে চাকরিরত ফেনীর ছাগলনাইয়ার বাসিন্দা রাশেদ নিজাম (৫০) নামে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  মারা গেছেন। সৌদি আরবের স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মে) দুপুর আড়াইটায় রিয়াদের কিং সালমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাশেদ নিজামের বাড়ি ছাগলনাইয়া উপজেলার উত্তর মন্দিয়া গ্রামে। তিনি দৈনিক বাংলাদশ প্রতিদিনের ফেনী প্রতিনিধি জমিরউদ্দিন বেগের ভগ্নিপতি।

সাংবাদিক জমিরউদ্দিন বেগ জানান, রাশেদ নিজাম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২০ মে রিয়াদের কিং সালমান হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ২৪ মে থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেখানে কারফিউ চলার কারণে তার সঙ্গে কেউ  যোগাযোগ করতে পারেননি।’

জমিরউদ্দিন বলেন, ‘মঙ্গলবার সৌদি সময় দুপুর আড়াইটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশেদ নিজামের মৃত্যু হয়। ওই হাসপাতালের চিকিৎসক ডা. মাসুদ, সৌদি আরব-ফেনী সমিতির সভাপতি আনোয়ার ও সৌদি আরবে বাংলাদেশের সাংবাদিক নয়ন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ ওই হাসপাতালের মর্গে রয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানেই ইসলামি নিয়ম অনুযায়ী তার দাফন করা হবে।’

জানা গেছে, গত ২৫ বছরেরও বেশি সময় ধরে রাশেদ নিজাম রিয়াদের হারারে অবস্থান করে সেখানে ব্যবসা পরিচালনা করতেন। তার পরিবার সেখানে দীর্ঘদিন  অবস্থান করলেও মেয়ের পড়ালেখার জন্য মা ও মেয়ে গত আড়াই বছর আগে দেশে চলে আসেন। তিনি দুই মাস আগে দেশ থেকে ছুটি কাটিয়ে ফের সৌদি আরবের কর্মস্থলে ফিরে যান।  মৃত্যুকালে  তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!