X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ঝড়-বৃষ্টিতে তলিয়েছে ক্ষেত, মাঠেই পচছে ধান

হিলি প্রতিনিধি
০১ জুন ২০২০, ০৯:৩৪আপডেট : ০১ জুন ২০২০, ০৯:৩৪

পানিতে তলিয়ে যাওয়া ধানের ক্ষেত



ঘূর্ণিঝড় আম্পানের কারণে দিনাজপুরের হিলিতে বেশ কিছু জমির ধান মাটিতে হেলে পড়েছে। এছাড়া টানা বৃষ্টিতে পানি জমে হেলেপড়া ধানগুলোয় গাছ গজিয়েছে। শ্রমিক না পাওয়ায় কাটতে না পারায় ক্ষেতেই অনেক ধান পচে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে ক্ষতির শঙ্কায় আছেন তারা।

পানিতে তলিয়ে যাওয়া ধানের ক্ষেত চলতি বোরো মৌসুমে হাকিমপুর উপজেলায় একটি পৌরসভা ও তিনটি ইউনিয়ন মিলিয়ে বোরো ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ৭ হাজার ৩২৫ হেক্টর জমিতে। এর মধ্যে চাষাবাদ হয়েছে ৭ হাজার ২৩০ হেক্টর জমিতে। এরই মধ্যে ৭ হাজার হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

নষ্ট হয়ে যাওয়া ধান

হিলির হরিহরপুর ও সাদুরিয়া গ্রামের কৃষক মুশফিকুর রহমান, সোহরাব হোসেন, বাদল মাড্ডিসহ কয়েকজন কৃষক বলেন, ধান নিয়ে খুব একটা বিপাকের মধ্যে পড়ে গেছি। ধান পেকে যাওয়ায় ঠিক যে সময় ধান কাটা মাড়াই করা হবে সেই সময়ে সম্প্রতি হয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের কারণে আমাদের অনেক জমির ধান মাটিতে হেলে ও শুয়ে পড়েছে। এর ওপর গত কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ায় ওইসব জমিতে হেলে ও শুয়ে পড়া ধানগুলো পানিতে তলিয়ে গেছে। ফলে অনেক ধানে গাছ বেরিয়েছে, আবার অনেক ধানে পচন ধরে নষ্ট হয়ে গেছে। যার কারণে ধান কাটাও যাচ্ছে না। এমন অবস্থা কয়েকশ’ বিঘা জমির ধান এমন অবস্থা হয়েছে। এতে করে জমির অর্ধেক ধানই নষ্ট হয়ে গেছে। যার কারণে আগে যেখানে বিঘা প্রতি ২০ মণ করে ধান হতো এখন সেখানে কোনোরকমে ১০ থেকে ১২ মণ করে ধান পাওয়া যাচ্ছে।

ধান কাটছেন কৃষকরা এদিকে জমিতে পানি জমে যাওয়ায় ধানকাটা ও মাড়াই খরচও বেড়ে গেছে। আগে একবিঘা (৩৩ শতক) জমির ধান কাটা ও মাড়াই করতে আড়াই থেকে তিন হাজার টাকা লাগতো এখন সেখানে ৫ থেকে সাড়ে ৫ হাজার টাকার মতো শ্রমিকের মজুরি লাগছে। তারপরেও বাইরের কিছু শ্রমিক এসে ধান কাটা ও মাড়াই করে দিলেও ঈদের কারণে তারা চলে যাওয়ার কারণে শ্রমিক সংকট দেখা দিয়েছে, যার কারণে অনেক ধান জমিতেই পচে নষ্ট হয়ে যাচ্ছে। আবার অনেকেই যে টাকা দিয়ে ধান কাটবেন সেই টাকায় উঠবে না। যার কারণে ভয়ে অনেক কৃষক ধান কাটছে না। আবার কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে ধান কেটে নিচ্ছেন। আর এসব ধান ভিজে যাওয়ার কারণে ব্যাপারীরা এই ধান কিনতেই চাচ্ছেন না। বাধ্য হয়ে কৃষকরা অনেকেই ধানগুলো রোদে শুকিয়ে রেখে দিচ্ছেন। আবহাওয়া ভালো থাকায় ধানের ভালো ফলন হয়েছিল। তাতে করে আমরা কৃষকের গতবারের আমনের ক্ষতি কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছিলাম। কিন্তু বর্তমানে যে অবস্থা তাতে করে কৃষকেরা পুরোপুরি লোকশানের মধ্যে পড়ে গেছে, আমাদের সেই স্বপ্ন একেবারে ধুলিসাৎ হয়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত ধান ক্ষেত

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন বলেন, চলতি মৌসুমে ধানের ফলন ভালো হয়েছে। এখনকার মতো আবহাওয়া থাকলে কৃষকের ধান কাটা মাড়াই নিয়ে যে সমস্যা হচ্ছিল তা হবে না। আশা করি বাকি ২৩০ হেক্টর জমির ধান কৃষকরা ভালোভাবে কেটে ঘরে তুলতে পারবেন। পানিতে উপজেলায় তেমন ধান ডুবে যায়নি, তবে সড়কের পার্শ্বের নয়নজুলি (ডোবা) এলাকার কিছু জমির ধান ডুবে গেছে। যেহেতু বৃষ্টি কমে গেছে সেক্ষেত্রে পানি নেমে গেলে ওইসব জমির ধান কাটতে সমস্যা হবে না। সেইসঙ্গে অল্প সংখ্যক জমির ধান ক্ষতিগ্রস্ত হওয়ায় সার্বিকভাবে ফলনে খুব একটা প্রভাব পড়বে না।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা