X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হিলি থেকে বাস চলাচলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না

হিলি প্রতিনিধি
০২ জুন ২০২০, ১৩:৫৪আপডেট : ০২ জুন ২০২০, ১৩:৫৬

হিলি থেকে বাস চলাচলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না

সরকারি নির্দেশনা মোতাবেক ও স্বাস্থ্যবিধি মেনে দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে রাজধানী ঢাকাসহ দেশের সব রুটে যাত্রিবাহী বাস চলাচল শুরু হয়েছে। তবে ঢাকাগামী কোচগুলোতে নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানা হলেও হিলি-বগুড়া, হিলি-দিনাজপুর পথে তা মানা হচ্ছে না। সেই সঙ্গে দ্বিগুণ ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। এদিকে এসব বিষয়ে মনিটরিং করতেও কাউকে দেখা যায়নি।

মঙ্গলবার (২ জুন) সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো হিলি স্থলবন্দর থেকে রাজধানী ঢাকাগামী নৈশকোচসহ হিলি-দিনাজপুর, হিলি-বগুড়া রুটে যাত্রিবাহী বাস চলাচল করছে। সরকারি নির্দেশনা মোতাবেক নির্ধারিত সিটের অর্ধেক সিটে যাত্রী বহন করছেন তারা। একসিট ফাঁকা রেখে যাত্রী বসাচ্ছেন, সেই সঙ্গে যাত্রীদের বাসে ওঠার সময় স্প্রে করা হচ্ছে ও মাস্ক ব্যবহারের নির্দেশনা প্রদান করছেন তারা। তবে চালক ও হেলপারদের হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে দেখা যায়নি। কিছু পরিবহনে যাত্রীদের ওঠার সময়ও কোনও স্প্রে করা হচ্ছে না। নির্ধারিত অর্ধেক সিটে যাত্রী বহনের কথা থাকলেও সড়কের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে পুরো বাসে যাত্রী ভরিয়ে বহন করা হচ্ছে।

হিলি থেকে ঢাকাগামী নাসরিন সুলতানা ও সাজ্জাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, বাস চলাচল শুরু হওয়ায় ও আমাদের কর্মক্ষেত্র চালু হওয়ায় বাসযোগে ঢাকা যাচ্ছি। তবে বাসের ভাড়া দ্বিগুণ নেওয়া হচ্ছে, আগে যেখানে ঢাকা যেতে সাড়ে তিনশ টাকা থেকে চারশ টাকা নেওয়া হচ্ছিলো, এখন সেখানে আটশ টাকা নেওয়া হচ্ছে। এতে করে আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা স্থানীয় পরিবহন নেতাদের সঙ্গে এবিষয়ে বৈঠক করে তাদের সরকারি নির্দেশনা মোতাবেক ও স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করতে বলেছি। তবে নির্দেশনা অমান্য করে কেউ যদি বাস চালান, সেক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।'

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
‘আ.লীগকে বর্জন করলেই অন্য পণ্য বর্জনের প্রয়োজন হয় না’
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
বিজিএপিএমইএ’র নির্বাচনের প্যানেল ঘোষণা, শাহরিয়ার নতুন প্যানেল নেতা
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!