X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মেয়রের ভাইকে টেন্ডার নিয়ন্ত্রণে বাধা দেওয়ায় কাউন্সিলর লাঞ্ছিত: প্রতিবাদে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
০৪ জুন ২০২০, ২০:১৩আপডেট : ০৫ জুন ২০২০, ০২:২০

রংপুর সিটি করপোরেশনে মেয়রের ভাইয়ের ক্যাডারদের টেন্ডার নিয়ন্ত্রণে বাধা দেওয়ার অভিযোগে কাউন্সিলর লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে সব কাউন্সিলরদের বিক্ষোভ। (ছবি: প্রতিনিধি)





রংপুর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল আলম রতনকে লাঞ্ছিত করার প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সিটি করপোরেশনের প্রধান ফটকের সামনে অবস্থান করে বিক্ষোভ করেছেন ওয়ার্ড কাউন্সিলররা।
এ ঘটনার জন্য সিটি মেয়র মোস্তফার ভাই আনিস ও তার লোকজনদের দায়ী করেছেন তারা। কাউন্সিলররা রবিবার পর্যন্ত আলটিমেটাম ঘোষণা করে বলেছেন, এই সময়ের মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর আগে রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা করপোরেশনের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্যানেল মেয়র মাহবুবার রহমান টিটু, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায়, ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিবলু, সংরক্ষিত নারী কাউন্সিলর ফেরদৌসি বেগম।
সমাবেশে কাউন্সিলররা অভিযোগ করেন, মোস্তাফিজার রহমান মেয়র নির্বাচিত হওয়ার পর করপোরেশনকে পারিববারিক ও দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছেন। করপোরেশনের উন্নয়ন কাজের বেশির ভাগ ঠিকাদারি তার ভাই আনিস ও তার দলীয় ক্যাডাররা জোর জবরদস্তি করে নিয়ে যায়। তারা টেন্ডার কন্ট্রোল করে। তারা কাউকেই টেন্ডার ড্রপ করতে দেয় না। এ ছাড়াও সার্বক্ষণিক বহিরাগত সন্ত্রাসীরা অস্ত্র শস্ত্র নিয়ে মেয়রের আশেপাশে ও তার ভাই আনিসের দেহরক্ষী হিসেবে অবস্থান করে।
তাদের অভিযোগ, বৃহস্পতিবার করপোরেশনের ১৫টি গ্রুপের টেন্ডার দাখিলের তারিখ ছিল। এর মধ্যে এক নম্বর গ্রুপটি মেয়রের ভাই আনিস তার ক্যাডার বাহিনী দিয়ে কন্ট্রোল করছিল। ওই গ্রুপে অন্যদের টেন্ডার দাখিল করতে বাধা দেওয়ায় ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল আবেদীন রতন এর প্রতিবাদ করেন। এসময় মেয়রের ভাই আনিসের ক্যাডাররা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এরপর তারা কাউন্সিলরদের সম্পর্কে অশালীন আপত্তিকর গালাগাল দেয়।
কাউন্সিলররা অভিযোগ করেন, মেয়র নিজেও জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, কাউন্সিলররাও জনগণের ভোটে নির্বাচিত। তাই এভাবে নির্বাচতি জনপ্রতিনিধিদের লাঞ্ছিত করা হলে তা সহ্য করা হবে না। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে রবিবারের মধ্যে মেয়র ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি গ্রহণ করার ঘোষণা দেওয়া হয়।
সার্বিক বিষয়ে কথা বলার জন্য সিটি মেয়র মোস্তাফিজার রহমানের সঙ্গে সন্ধ্যা সাড়ে ৬ টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি তার ভাই আনিসের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘‘তার নাম জড়িয়ে আমাকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আসলে কিছু কাউন্সিলর ‘আনডিউ অ্যাডভানটেজ’ চেয়ে না পাওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’’ 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়