X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

শাজাহানপুরে মাঠ থেকে পোশাককর্মীর লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০৫ জুন ২০২০, ২২:৪৫আপডেট : ০৬ জুন ২০২০, ১১:৪১

মীম আক্তার বগুড়ার শাজাহানপুরে মীম আক্তার (১৯) নামে এক পোশাককর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে গণ্ডগ্রাম বুড়িতলা এলকার মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি ঢাকা থেকে বাসে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় তার মায়ের কাছে আসছিলেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বৃহস্পতিবার (৪ জুন) রাতে তাকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে।

পুলিশ ও স্বজনরা জানান, মীম আক্তার বগুড়ার কাহালু উপজেলার কচুয়া গ্রামের মিন্টু মিয়ার মেয়ে। তিনি ঢাকায় গ্রিন লাইফ নিট কম্পোজিট লিমিটেডে এমব্রয়ডারি বিভাগের সহকারী অপারেটর ছিলেন। তার মা খায়রুন্নাহার শহরের ঠনঠনিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।

মেয়েটির মায়ের বরাত দিয়ে পুলিশ জানায়, তার বড় মেয়ে মীম এক বছর আগে ঢাকার আশুলিয়ার একটি গার্মেন্টসে কাজ নেয়। ওই চাকরি করে সে নিজের ও পরিবারের সদস্যদের ভরণপোষণ করতো। চাকরির সুবাদে রংপুরের রিপনের সাথে সম্পর্ক গড়ে উঠলে পাঁচ মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর রিপনের সঙ্গে দাম্পত্য কলহ শুরু হয়। গত ৩ জুন রিপন স্ত্রী মীমকে তালাক দিয়ে ঘর থেকে বের করে দেয়। বাধ্য হয়ে মীম বগুড়ায় ফিরে আসার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সে রংপুরগামী বাসে বগুড়ার দিকে রওনা দেয়। সাবেক স্বামী ফোন কেড়ে নেওয়ায় সে সুপারভাইজারের ফোনে মায়ের সঙ্গে যোগাযোগ করে। রাত ১২টার পেরিয়ে গেলেও মীম বাড়িতে না ফেরায় মা ওই বাসের সুপারভাইজারকে ফোন দেন।

তখন সুপারভাইজার জানান, তিনি মীমকে শাজাহানপুরের বনানী মোড়ে নামিয়ে দেওয়ার পর ঠনঠনিয়া যাওয়ার জন্য রিকশায় তুলে দেন। মা সারারাত অপেক্ষা করলেও মীম বাড়ি ফেরেনি।

এদিকে শুক্রবার সকালে শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম বুড়িতলার একটি মাঠে ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখান স্থানীয়রা। লাশের গলা ও মুখে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ সেখানে যায়। আইডি কার্ড দেখে তার পরিচয় নিশ্চিত হয় তারা। পরে মা খায়রুন্নাহার মেয়ের লাশ শনাক্ত করেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মীম আক্তারকে ওই স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। শুক্রবার বিকাল পর্যন্ত হত্যার কোন ক্লু পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে। তবে মামলা হয়নি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন