X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

করোনায় লালমনিরহাটে প্রথম মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
১৪ জুন ২০২০, ০০:৫৯আপডেট : ১৪ জুন ২০২০, ০১:০১

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অবশেষে লালমনিরহাটেও একজনের মৃত্যু হলো। জেলার হাতীবান্ধায় মারা যাওয়া ব্যক্তির নাম কেরামত আলী (৪৯)। শনিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতের বাড়ি হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বারাইপাড়া সড়কের ইসলামপুর এলাকায়। তার বাবার নাম আব্দুস ছামাদ। চট্টগ্রামে আক্রান্ত হওয়ার পর বাড়িতে ফিরেছিলেন তিনি।

লালমনিরহাটের হাতীবান্ধায় করোনা ভাইরাস উপসর্গ নিয়ে গত ৯ জুন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু কেরামত আলীর শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

মৃত্যু । তিনি  গত ৬ জুন তিনি, স্ত্রী আয়শা সিদ্দিকা ও ছয় বছরের শিশু ওমরকে সাথে নিয়ে বাস যোগে বাড়ীতে ফেরেন।                   

মৃত কেরামত আলীর ছোট ভাই কামরুল হাসান বলেন, ভাইজানের (কেরামত আলী) আগে থেকে হার্ট দুর্বল ও অ্যাজমা ছিল। তিনি অ্যালকো ফার্মাসিটিউক্যালস লিমিটেডের বিক্রয় কর্মকর্তা হিসেবে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় কর্মরত ছিলেন। কিছুদিন থেকে তার শরীর ভালো যাচ্ছিল না। এজন্য গত ৬ জুন পরিবার নিয়ে বাড়িতে চলে আসেন। ৯ জুন সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপতালে পাঠানো হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শনিবার দুপুরে মারা যান। মরদেহ বাড়িতে আনার পর হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল বাড়িতে এসে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। এরপরই আমরা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করেছি।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ৯জুন নমুনা সংগ্রহ করে ১১ জুন পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছিল।  আজ (১৩ জুন) তার রিপোর্ট আসে। তা দেখে আমরা নিশ্চিত হয়েছি, কেরামত আলী করোনা পজিটিভ ছিলেন।

সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, এখন পর্যন্ত মোট ১২৬৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরমধ্যে ১ হাজার ১১২টির ফলাফল পাওয়া গেছে। এতে ৬১ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। ৩১ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। ২৯ জন সংশ্লিষ্ট হাসপাতালে এবং নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, যেহেতু করোনা একটি ছোঁয়াচে রোগ সেহেতু সবাইকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল