X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

লালমনিরহাটে করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
১৮ জুন ২০২০, ০১:০৫আপডেট : ১৮ জুন ২০২০, ০৪:৪১

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)

লালমনিরহাটে করোনা উপসর্গ নিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনেশ্যাম এলাকার ফালু খানের ছেলে গার্মেন্টের নিরাপত্তাকর্মী নজরুল ইসলাম গফুর (৫৪) ও  লালমনিরহাট সদর উপজেলার চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলীর স্ত্রী আলেয়া বেগম (৫৬)।

বুধবার (১৭ জুন) সকালে গফুর আর মঙ্গলবার দিবাগত রাতে (১৬ জুন) আলেয়া বেগম মারা যান।

লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলেয়া বেগমের স্বামী সেকেন্দার আলীও করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।                        

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সাজিদ হোসেন খান বলেন, সিভিল সার্জনের পরামর্শ নিয়ে মৃত নজরুল ইসলাম গফুরের বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এখন নমুনা রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হচ্ছে। 

গফুরের ছেলে সাঈদ হাসান বলেন, আমার বাবা গাজীপুরের হোতাপাড়ায় 'ওয়ান কম্পোজিট মিলস লিমিটেড'-এর নিরাপত্তাকর্মী ছিলেন। তিনি জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে গত ৫ জুন বাড়িতে আসেন। এসে কিছুটা সুস্থ হয়ে ওঠেন। তবে বুধবার আবাওর অসুস্থ হয়ে সকালে তিনি মারা যান।

অন্যদিকে, লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মঞ্জুর মোর্শেদ দোলন বলেন, গত ১৫ জুন পৌর শহরের খোচাবাড়ী এলাকার ব্যবসায়ী সেকেন্দার আলী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর ১৬ জুন তার স্ত্রী আলেয়া বেগম, তিন ছেলে, ছেলের স্ত্রী ও গৃহপরিচারিকাসহ ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। কিন্তু নমুনা সংগ্রহ করার পর অসুস্থতা বেশি হলে তার স্ত্রী আলেয়া বেগমকে রংপুরে নিয়ে যান তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  স্বাস্থ্যবিধি মেনে বুধবার বিকালে লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

সেকেন্দার আলী বলেন, আমার শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর স্ত্রী আলেয়া বেগমসহ পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে লালমনিরহাট স্বাস্থ্য বিভাগ। এরপর থেকে আমার স্ত্রী আলেয়া বেগমের শ্বাসকষ্ট বেড়ে যায়। তার ওজন বেশি ছিল, এ কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লালমনিরহাট সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, করোনা উপসর্গ নিয়ে মৃত গার্মেন্টে কর্মরত নজরুল ইসলাম গফুর গত ৫ জুন গাজীপুরের হোতাপাড়া থেকে কালীগঞ্জের দক্ষিণ ঘনেশ্যাম এলাকার নিজ বাড়িতে ফেরেন। ওই ব্যক্তি অ্যাজমা, হাইপ্রেসার ও স্কেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন। এছাড়া লালমনিরহাট পৌরসভার খোচাবাড়ী এলাকার ব্যবসায়ী সেকেন্দার আলীর স্ত্রী আলেয়া বেগম শ্বাসকষ্ট ও অ্যাজমায় ভুগছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়লে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে মারা যান। নজরুলের লাশ পারিবারিক কবরস্থানে এবং আলেয়ার লাশ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। উভয় পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।    

উল্লেখ্য, করোনাভাইরাসেআক্রান্ত ও উপসর্গ নিয়ে লালমনিরহাটে তিন ব্যক্তির মৃত্যু হলো।  ৯ জুন প্রথম উপসর্গ নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান  হাতীবান্ধা উপজেলার কেরামত আলী। গত ১৩ জুন পাওয়া রিপোর্টে তাকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়।  এছাড়া ১৬ জুন পর্যন্ত ১৩৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১১৯১ জনের রিপোর্ট পাওয়া গেছে। এরমধ্যে ৬৭ জন করোনা পজেটিভ শনাক্ত ১ জনের মৃত্যু হয়েছে। ৩৮ জন করোনা জয় করে বাড়ি ফিরেছেন। ২৯ জন করোনা পজিটিভ ব্যক্তি নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছেন।

 

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!