X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিএনপির ত্রাণবহরে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ: গাড়ি ভাঙচুর, আহত ১০

সাতক্ষীরা প্রতিনিধি
২১ জুন ২০২০, ১৭:৫২আপডেট : ২১ জুন ২০২০, ১৮:৪৯

সাতক্ষীরার শ্যামনগরে ভাঙচুরের শিকার বিএনপির ত্রাণবহরের গাড়ি

সাতক্ষীরার শ্যামনগরে বিএনপির ত্রাণবহরে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২১ জুন) সকালে উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের চুনা ব্রিজের কাছে এ হামলা চালানো হয়। এতে বিএনপির ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে একটি প্রাইভেটকারসহ কয়েকটি মোটরসাইকেল।

আহতরা হলেন উপজেলা যুবদলের সভাপতি আজিবর রহমান, সাবেক ছাত্রনেতা মাসুদ, ছাত্রদল কর্মী রাসেল, যুবনেতা আনিছ, মিঠু, জহিরুল, মোস্তফা মিন্টু, রবিউল, মামুন ও ছালাম।

মারধরে আহত এক বিএনপিকর্মী

সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী জানান, তার নেতৃত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র আলহাজ তাজকিন আহমেদ চিশতি, যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, স্বেচ্ছাসেবক দল সভাপতি সোহেল আহমেদ মানিক, কৃষক দল সভাপতি আহসানুল কাদির স্বপন, যুবদলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুলসহ বিএনপি নেতাকর্মীরা বেলা ১১টার দিকে শ্যামনগরে আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে যাওয়ার সময় পথে কাশিমাড়ি ইউনিয়নের চুনা ব্রিজের কাছে স্থানীয় সংসদ সদস্য জগলুল হায়দারের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজিব হায়দারের নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর দুই দফায় অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা এ সময় তাদের অন্তত ১০ নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। একইসঙ্গে ভাঙচুর করা হয় তাদের একটি প্রাইভেটকারসহ ৮/১০টি মোটরসাইকেল। তিনি আরও জানান, হামলাকারীরা তাদের ভয়ে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

মারধরে আহত বিএনপির এক কর্মী

তবে, সংসদ সদস্য জগলুল হায়দারের ছেলে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজিব হায়দার দাবি করেছেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং বিষয়টি সম্পর্কে জানেন না। তিনি বলেন, ‘পরে শুনেছি যারা ত্রাণ দিতে যাচ্ছিল তাদের নিজেদের মধ্যে কী ঝামেলা হয়েছে।’

এদিকে, এ ঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী দুপুরে তার সাতক্ষীরা শহরের কামালনগরের বাড়ির সামনে এক প্রেস ব্রিফিং করেন। সেখানে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। একইসঙ্গে তিনি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
নিরাপদ পানির দাবিতে নদীতে কলস ভাসিয়ে প্রতিবাদ
পানি আনতে স্কুল ফুরায়
জনপদজুড়ে সুপেয় পানির হাহাকার
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ