X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

শিল্পমন্ত্রী পরিচয়ে ডিআইজি-ডিসি-এসপির সঙ্গে প্রতারণা, গ্রেফতার ১

গাইবান্ধা প্রতিনিধি
২১ জুন ২০২০, ১৮:০৮আপডেট : ২১ জুন ২০২০, ১৮:৫৫

 নাসির উদ্দিন (মাঝে) কণ্ঠ পরিবর্তন করে শিল্পমন্ত্রীর পরিচয় দিয়ে রংপুর রেঞ্জের ডিআইজি ও বিভিন্ন জেলার ডিসি-এসপিকে ফোন করে প্রতারণার অভিযোগে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে নাসির উদ্দিন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২১ জুন) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম।

এর আগে শনিবার (২০ জুন) রাতে গাইবান্ধা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ থেকে গ্রেফতার করে নাসিরকে। নাসির উদ্দিনের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বৈদ্যনাথ গ্রামে। নাসির ওই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। নাসিরের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় প্রতারণাসহ ৬টি মামলা রয়েছে।

 নাসির উদ্দিন (ডানে) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার তৌহিদল ইসলাম জানান, নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে শিল্প মন্ত্রীর পরিচয় দিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন জেলা প্রশাসক (ডিস) এবং পুলিশ সুপারকে (এসপি) ফোন দিয়ে বদলি ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে তদবির করে আসছে। সম্প্রতি রংপুর রেঞ্জের ডিআইজিকে ফোন দিয়ে এক পুলিশ সদস্যের বদলির বিষয়ে কথা বলে নাসির উদ্দিন। বিষয়টি সন্দেহ হলে নাসিরের ফোন নম্বর যাচাই এবং ট্র্যাকিং করা হয়। পরে ফোন নম্বর থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করার পর নাসিরের প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

তিনি আরও জানান, নাসির একজন পেশাদার প্রতারক। ভুয়া পরিচয়ের পাশাপাশি কণ্ঠ পরিবর্তন করে প্রতারণা চালিয়ে আসছিল। প্রতারণার ঘটনায় নাসিরের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় ছয়টি মামলা ছাড়াও অনেক ভুক্তভোগী তার বিরুদ্ধে আইনশৃঙ্খলাবাহীনিসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির প্রতারণার কথা স্বীকার করেছে।

নাসিরের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় আরও একটি মামলা দায়ের হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নাসিরের প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি-না তাও খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
দুর্নীতির মামলায় মেজর মান্নান কারাগারে
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
শ্রীলঙ্কার বিপক্ষে আমাদের অবশ্যই জেতা উচিত: সাকিব
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’