X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

করোনা শনাক্তে খুবিতে আরটি-পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ

খুলনা প্রতিনিধি
২৪ জুন ২০২০, ০৭:৩৯আপডেট : ২৪ জুন ২০২০, ০৭:৩৯

খুলনা বিশ্ববিদ্যালয় করোনাভাইরাস শনাক্তে খুলনা বিশ্ববিদ্যালয়ে আলাদা একটি রিয়েল টাইম আরটি-পিসিআর ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রাথমিক যোগাযোগ ও প্রক্রিয়া শুরু করা হয়েছে।  আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারে এই ল্যাব স্থাপন করার পরিকল্পনা রয়েছে। এই ল্যাব স্থাপনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে সহায়তা কামনা করেছে। প্রয়োজনীয় সহায়তা পেলে ল্যাবটি স্থাপনের কাজ দ্রুত শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই ল্যাবটি করোনাভাইরাস শনাক্ত ছাড়াও অন্যান্য অণুজীব পরীক্ষায়ও কাজে আসবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফায়েকুজ্জামান জানান, করোনা পরীক্ষার জন্য যে মেশিন প্রয়োজন সেটি আমাদের কাছে নেই। যেহেতু করোনা দুই-একদিনে যাবে না। এ কারণে আমরা সার্বিক দিক বিবেচনা করে আলাদা কমিটি গঠন ও শিক্ষা মন্ত্রণালয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। সেইসঙ্গে আমরা চেষ্টা করছি, একটি আধুনিক ও ভালোমানের পিসিআর মেশিন সংগ্রহের।

উপাচার্য চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে অ্যাকাডেমিক কার্যক্রম ভার্চুয়ালি পরিচালনায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, 'এ ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত শিক্ষার্থীদের নেটওয়ার্ক সুবিধা প্রদান।' এ ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি।

করোনা পরিস্থিতির মধ্যেও বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোর কাজ এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তিনি পরিকল্পনা উন্নয়ন এবং প্রকৌশল বিভাগকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। করোনা পরিস্থিতি চলমান থাকাকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের মাসিক বেতন-ভাতা যাতে সহজ উপায়ে পেতে পারেন, সে জন্য অর্থ ও হিসাব বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

এদিকে, গত ১৭ জুন বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ে এক পর্যালোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রথম এই উদ্যোগের কথা ব্যক্ত করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, সংশ্লিষ্ট নৈতিকতা কমিটি, কোর কমিটি, ইনোভেশন কমিটি, ওয়ার্কিং কমিটির সদস্য, বিভিন্ন স্কুলের (অনুষদ) ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বিভিন্ন ডিসিপ্লিন (বিভাগ) প্রধান, সিইটিএল ও আইকিউএসির পরিচালক, কমিটির অন্যান্য সদস্য, বিভিন্ন বিভাগীয় প্রধান, সংশ্লিষ্ট অতিরিক্ত পরিচালক এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তারা তাদের মতামত ব্যক্ত করেন। ওই সভায় এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। গঠিত এ কমিটি গত সোমবার তাদের প্রথম বৈঠক করেছেন।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. কাজী এবিএম মহিউদ্দিন বলেন, 'বর্তমান পরিস্থিতিতে কী করা যায় বা আমাদের করণীয় বিষয়াদি বিবেচনা করে কুয়েটে একটি কমিটি করা হয়েছে। তার সভাপতি আমি। আমাদের পরিকল্পনায় রয়েছে, এই পরিস্থিতিতে আমাদের ক্যাম্পাসেও করোনা পরীক্ষার ব্যবস্থা করা।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা