X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মাহিরের মামলা প্রত্যাহারে শাবি কর্তৃপক্ষের আবেদন

শাবি প্রতিনিধি
২৫ জুন ২০২০, ২১:৪৩আপডেট : ২৫ জুন ২০২০, ২২:৪৪




শাবি শিক্ষার্থী মাহির অনলাইন ও অফলাইনে শিক্ষার্থীদের টানা ১০ দিনের আন্দোলন ও সমালোচনার মুখে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহির চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের জন্য থানায় আবেদন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন মামলা প্রত্যাহারে আবেদনের বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় রেজিস্ট্রার বলেন, ‘মাহির চৌধুরীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য মামলা প্রত্যাহারের জন্য একটি আবেদনপত্র সিলেটের জালালাবাদ থানায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন বলেন, ‘মাহিরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়ে একটি আবেদনপত্র পেয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনপত্রটি আদালতে পাঠানো হবে। আদালত বাকি সিদ্ধান্ত নেবেন।’

উল্লেখ্য, গত ১৫ জুন প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগ এনে সিলেটের জালালাবাদ থানায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহির চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

তবে শিক্ষার্থীর দেওয়া পোস্টের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনও সংশ্লিষ্টতা নেই দাবি করে মামলা দায়েরের পর থেকেই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনলাইনে সরব হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। মামলা প্রত্যাহারের জন্য সাবেক ও বর্তমান বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের বিবৃতি, শিক্ষার্থীদের অনলাইনে প্রতিবাদমূলক প্ল্যাকার্ড শেয়ার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জাতীয় ছাত্রদল, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এছাড়া ২২ জুন মাহিরের মামলা প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক ও প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

এছাড়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
ক্ষতচিহ্নিত হাড়মাংস অথবা নিছকই আত্মজনের কথা
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
পার্বত্য তিন উপজেলার ভোট স্থগিত
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
কৃষিজমির উপরিভাগ কাটার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি