X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষের ৫ লাখ টাকাসহ অডিটর গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ জুন ২০২০, ২১:০৮আপডেট : ২৫ জুন ২০২০, ২২:১৬

ঘুষের টাকাসহ গ্রেফতার হন অডিটর কুতুব উদ্দিন ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহণকালে পাঁচ লাখ টাকাসহ জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথ বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী আব্দুল হাই, নজরুল ইসলাম ও হুমায়ূন কবির ঘুষের পাঁচ লাখ টাকা নিয়ে জেলা হিসাবরক্ষণ অফিসে যায়। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্সের (এনএসআই) সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে গোয়েন্দা সংস্থার লোকেরা জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুব উদ্দিনকে ঘুষের পাঁচ লাখ টাকাসহ আটক করে পুলিশে সোপর্দ করেন।

সড়ক ও জনপথ বিভাগের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হাই জানান, সড়ক ও জনপথ বিভাগের ব্রাহ্মণবাড়িয়া অফিসে মাস্টার রোলে কর্মরত ৬৩ জন কর্মচারীর এক কোটি সাত লাখ টাকার বিল আসে। এই টাকার বিল করার জন্যে অডিটর কুতুবউদ্দিনের সঙ্গে সড়ক বিভাগের কর্মচারীরা পাঁচ লাখ টাকায় রফা করেন। চুক্তিমতো প্রথম দফায় তারা ৬৪ লাখ টাকার বিল নিয়ে যান। আজ বাকি ৪৩ লাখ টাকা নিতে যাস শ্রমিক কর্মচারীরা। এ সময় চুক্তিমতো কুতুব উদ্দিনকে পাঁচ লাখ টাকা ঘুষ দেওয়া হয়। পরে পুলিশ তাকে হাতে নাতে গ্রেফতার করেন।

ব্রাহ্মণবাড়িয়া সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক জানান, 'ওয়ার্ক চার্জে' কাজ করা শ্রমিক-কর্মচারীদের চাকরি আদালতের নির্দেশে নিয়মিত হয়েছে। আদালত থেকে তাদেরকে বকেয়া বেতন দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। সেই বেতনের টাকা তোলার জন্য শ্রমিক-কর্মচারীদের কাছ থেকে ঘুষ নেওয়ার খবর শুনেছি। বেতন তো তাদের হক, এটার জন্য তো কোনও কিছু দেওয়া লাগে না।

ব্রাহ্মণবাড়িয়া ২ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহাগ রানা বলেন, এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের কর্মচারী হুমায়ূন কবির বাদী হয়ে একটি মামলা প্রস্তুত করছেন। মামলায় অপর দুই কর্মচারী আব্দুল হাই ও নজরুল ইসলাম স্বাক্ষী হবেন। মামলাটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে পাঠানো হবে। দুদক মামলাটি তদন্ত করবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচ্ছেদের পর প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
বিচ্ছেদের পর প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
রেমিট্যান্স প্রেরকদের জন্য আরও সুবিধা চায় সংসদীয় কমিটি
রেমিট্যান্স প্রেরকদের জন্য আরও সুবিধা চায় সংসদীয় কমিটি
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ