X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

করোনা আক্রান্ত দম্পত্তির ওপর হামলার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৯ জুন ২০২০, ১৮:৩৪আপডেট : ২৯ জুন ২০২০, ১৮:৩৪

করোনাভাইরাস লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত এক দম্পত্তির ওপর হামলা চালানোর অভিযোগ করা হয়েছে। ভাঙচুরের অভিযোগ করা হয়েছে তাদের বসতঘরও। করোনায় আক্রান্ত হয়ে বাইরে ঘুরোঘুরির অভিযোগ এনে  প্রতিবেশী পরিবার এই হামলা চালায়। রবিবার (২৮ জুন) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও গণমাধ্যমকর্মীদের কাছে এ অভিযোগ করেন ভুক্তভোগী দম্পতি।

গত শুক্রবার (২৬ জুন) বিকালে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে এ হামলায় আহত হয়ে করোনা আক্রান্ত তিন মাসের ওই অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামী ঘরবন্দি থাকায় চিকিৎসাসেবা নিতে পারছেন না বলে অভিযোগ করেন। অন্যদিকে হামলার ঘটনার নিন্দাসহ ঘটনার বিচার দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

জানা যায়, পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের জালাল সর্দার বাড়িতে থাকেন মহিম ও তার স্ত্রী মহিমা আক্তার। সম্প্রতি স্থানীয় রাজিবপুর এলাকার বাসিন্দা মহিমের শাশুড়ি করোনা আক্রান্ত হন। পরিবারে দেখাশোনার অন্য কেউ না থাকায় মায়ের সেবা করতে মহিমা মাকে তার শ্বশুর বাড়িতে (মহিমের বাড়িতে) নিয়ে আসেন। পরে স্বামী-স্ত্রীরও করোনা রিপোর্ট পজিটিভ শনাক্ত হয়। তবে তাদের ৪ বছরের শিশুকন্যার রিপোর্ট নেগেটিভ আসে।

এতে বিক্ষুব্ধ হয়ে উঠে প্রতিবেশী জামালের পরিবার। তারা প্রচার করতে থাকে করোনা রোগী বাইরে ঘোরাঘুরি করছে। একপর্যায়ে ঘটনার দিন করোনা আক্রান্ত মহিমা ও প্রতিবেশী জামালের স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে জামালের ছেলেমেয়েরা দলবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা বসতঘর ভাঙচুর করে।

তবে, হামলার বিষয়টি অস্বীকার করে জামালের পরিবারের পক্ষ থেকে তার স্ত্রী পাল্টা অভিযোগ করেছেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া জানান, করোনা রোগীর ওপর হামলার বিষয়টি সম্পর্কে আমি অবহিত নই, তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত দম্পতির বাড়িটি লকডাউন করে দিয়েছে।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া