X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নমুনা দেওয়ার পরও রোগীর সেবায় নার্স, রিপোর্ট এলো করোনা পজিটিভ!

কুড়িগ্রাম প্রতিনিধি
২৯ জুন ২০২০, ২২:৫১আপডেট : ২৯ জুন ২০২০, ২২:৫৯

কুড়িগ্রাম

করোনা নিয়ে মৃত্যুবরণকারী রোগীর সংস্পর্শে এসেছিলেন চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স শারমিন সুলতানা। এ কারণে নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট চিকিৎসকের নমুনা নেওয়া হয়। কিন্তু নমুনা নেওয়ার পরও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা সেবায় ডিউটি দেওয়া হয় তাকে। রবিবার (২৮ জুন) সন্ধ্যায় ডিউটি শেষে বাসায় ফিরে তিনি জানতে পারেন তার করোনা টেস্টের ফল পজিটিভ! এর আগে করোনা নিয়েই দুইদিন ডিউটি করেন তিনি।

চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওই নার্স নমুনা দেওয়ার বিষয়টি গোপন রাখায় কর্তৃপক্ষের অজ্ঞাতসারে এমনটি ঘটেছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় হাসপাতালে কর্মরত অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ রোগীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি এটি ভুল নাকি কর্তৃপক্ষের অবহেলা তা নিয়েও প্রশ্ন উঠেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া কুড়িগ্রামের প্রথম ব্যক্তি চিলমারীর বাসিন্দা এনজিও কর্মী খালিদ হাবিব মুকুল এর সংস্পর্শে আসায় গত ২০ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. যোবায়ের হোসেন ও নার্স শারমিন সুলতানাসহ বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা দেওয়ার পর ফলাফল আসা পর্যন্ত ডা. যোবায়ের যথারীতি হোম কোয়ারেন্টিনে থাকলেও নার্সিং সুপারভাইজার মজিবর রহমান নার্স শারমিন সুলতানাকে সিফটিং ডিউটিতে নিযুক্ত করেন। নমুনা দেওয়ার পর তিনি (নার্স শারমিন সুলতানা) দুই দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি করেন। রবিবার (২৮ জুন) সন্ধ্যায় ডিউটি শেষে উপজেলা স্বাস্থ্য বিভাগ জানতে পারে যে নার্স শারমিন সুলতানা ও করোনায় মারা যাওয়া এনজিও কর্মী খালিদ হাবিব মুকুলের স্ত্রী ও মেয়ে করোনা পজেটিভ। পরে তাদের হোম আইসোলেশনে পাঠায় স্বাস্থ্য বিভাগ।

চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. যোবায়ের জানান, নমুনা দেওয়ার পরও ওই নার্স দুইদিন ডিউটি করেছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় তার সংস্পর্শে আসা অন্যদের নমুনা নেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম নার্সিং সুপারভাইজার মজিবর রহমানের বরাত দিয়ে বলেন, ‘ওই নার্স নমুনা দেওয়ার বিষয়টি নার্সিং সুপারভাইজারকে অবহিত না করায় তাকে ডিউটি দেওয়া হয়েছে। তবে কেন এমন ঘটনা হলো তা খতিয়ে দেখা হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে ডা. আমিনুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে ওই নার্সের সংস্পর্শে আসা রোগী ও স্বাস্থ্যকর্মীদের শনাক্ত করে তাদের নমুনা সংগ্রহ করার কাজ চলছে।’

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়