X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য আটক

মাদারীপুর প্রতিনিধি
৩০ জুন ২০২০, ১৮:৪১আপডেট : ৩০ জুন ২০২০, ১৮:৪৭

মাদারীপুরে আন্তর্জাতিক মানবপাচারকারীচক্রের সদস্য রবিউল ইসলাম রবি আটক

 

 

মাদারীপুরে মানবপাচারকারী দলের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। তার নাম রবিউল মিয়া রবি। সোমবার (২৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাজৈর উপজেলার নূরপূর গ্রাম থেকে তাকে আটক করে র‌্যাব-৮ মাদারীপুরের একটি  দল।

আটক রবি নূরপুর গ্রামের রতন মিয়ার ছেলে।

র‌্যাব সূত্র জানায়, রবি বাংলাদেশে থেকে বিভিন্ন যুবককে বিদেশে পাঠানোর টার্গেট করে। এরপর তাদের পরিবারকে বিদেশে উন্নত জীবন ও প্রচুর আয়ের প্রলোভন দেখাতো। এরপর এসব পরিবারের কাছ থেকে টাকা নিত সে। লিবিয়ায় সজীব নামে তার নিজের ছেলে অবস্থান করছে। সেই ছেলের সঙ্গে যোগসাজসে অবৈধ পন্থায় লিবিয়ায় বাংলাদেশ হতে মানবপাচার করতো। তাদের লিবিয়া থেকে অবৈধ পথে ইতালিতে ঢুকিয়ে দেওয়ার স্বপ্ন দেখাতো রবি ও তার ছেলে সজীব।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল মিয়া রবি নিজে মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে ঢাকার পল্টন মডেল থানায় ও বনানী থানায় দুটি মামলা রয়েছে। আটককৃত রবিউল মিয়া রবিকে ঢাকায় অর্থাৎ ডিএমপি পল্টন মডেল থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, মানবপাচারকারী চক্রের সদস্য বাংলাদেশ, লিবিয়া ও ইতালিতে অবস্থান করে মোটা টাকা বেতনের চাকরিসহ বিভিন্ন মিথ্যা প্রলোভন দিয়ে অল্প শিক্ষিত নিম্নবিত্ত বেকার যুবকদের টার্গেট করে। প্রথম ধাপে চক্রটি এই যুবকদের লিবিয়া পাঠায়। পরবর্তী ধাপে লিবিয়ায় বন্দিশালায় তাদেরকে জিম্মি করে তাদের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করে। দাবি করা মুক্তিপণের টাকা না দিলে শিকার হতে হয় অমানুষিক নির্যাতনের। পরবর্তীতে চক্রটি টাকা প্রাপ্তি সাপেক্ষে বিভিন্ন মাফিয়া চক্রের মাধ্যমে অবৈধভাবে নৌকাযোগে ইতালির উদ্দেশ্যে ছেড়ে দেয়। এতে ভূমধ্যসাগরে অভিবাসন প্রত্যাশীদের মাঝে মধ্যেই সলিলসমাধি ঘটছে।

গত ২৮ মে লিবিয়ার রাজধানী ত্রিপলির দক্ষিণের শহর মিজদায় আন্তর্জাতিক মানব পাচারকারী একটির চক্রের সদস্যরা বাংলাদেশ থেকে এভাবে প্রলুব্ধ ও পাচার করে নিয়ে যাওয়া অভিবাসন প্রত্যাশীদেরকে অপহরণ করে বিপুল পরিমাণ মুক্তিপণ দাবি করে। না পাওয়ায় তুচ্ছ সংঘর্ষের জেরে ২৬ জন বাংলাদেশিসহ ৩০ জনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে এবং ১১ জন বাংলাদেশিকে গুরুতর আহত করে। নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগ ছিল মাদারীপুর জেলার বাসিন্দা।

প্রসঙ্গত: পররাষ্ট্র সচিব জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় কাজের কোনও পরিবেশ নেই এবং গত ৫ বছর ধরে এখানে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট দেওয়া বন্ধ রেখেছে দেশটি। অন্যদিকে, আন্তর্জাতিক শরণার্থী সংস্থা অবৈধপথে কাউকে ইউরোপে আসার চেষ্টা না করার আহ্বান জানিয়ে বিভিন্ন সময়ে বলেছে, লিবিয়া থেকে উত্তাল ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি সীমান্তে পৌঁছাতে পারলেও তাদের ফিরিয়ে দিচ্ছে দেশটির পুলিশ। আর যাদের ধরছে তাদের জায়গা হচ্ছে জেলখানায়।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!