X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বন্যার পানিতে ভেসে গেছে ২১ কোটি টাকার মাছ

সুনামগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০২০, ১১:২১আপডেট : ০২ জুলাই ২০২০, ১১:৫৩

বন্যায় প্রায় ২১ কোটি টাকার মাছ ভেসে গেছে সুনামগঞ্জে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতকসহ ১১টি উপজেলার দুই হাজার ৮৪৬টি পুকুরের মাছ ও মাছের পোনা ভেসে গেছে। অবকাঠামোগত ক্ষতি হয়েছে পুকুরের। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঁচ শতাধিক মৎস্যচাষি। ১১টি উপজেলায় পুকুর ও মাছের ২১ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানায় জেলা মৎস্য অফিস। বন্যায় প্রায় ২১ কোটি টাকার মাছ ভেসে গেছে সুনামগঞ্জে

সীমান্তের ওপাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ১১টি উপজেলার পুকুরের মাছ ভেসে যায়। পানির চাপে পুকুরের পাড় উপচে কয়েক দিনের ব্যবধানে ভেসে যায় ২০ কোটিও বেশি টাকার মাছ, মাছের পোনা ও রেনু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর ও বিশ্বম্ভরপুর এবং দোয়ারাবাজার উপজেলা।  বন্যায় প্রায় ২১ কোটি টাকার মাছ ভেসে গেছে সুনামগঞ্জে

জেলা মৎস্য বিভাগের হিসাব মতে, সদর উপজেলার এক হাজার ২১৮টি পুকুর, বিশ্বম্ভরপুরে ৪৫০টি, দোয়ারাবাজারে ২৯৩টি, ধর্মপাশায় ৩৪২টি, ছাতকে ২১০টি, জামালগঞ্জে ১১১টি, তাহিরপুরে ৭০টি, দক্ষিণ সুনামগঞ্জে ৯০টি, শাল্লায় ছয়টি, দিরাইয়ে ২৬টি, জগন্নাথপুরে ৩০টি, দিরাইয়ে ২৬টি পুকুরের এক হাজার ২৬৮ মেট্রিক টন মাছ ও ১২২ মেট্রিক টন মাছের পোনা ভেসে যায়। যার বাজারদর ২০ কোটি ৩১ লাখ টাকা। বন্যায় পুকুরের পাড় ভেঙে  অবকাঠামোগত ক্ষতি হয়েছে এক কোটি ১৪ লাখ টাকার। বন্যায় প্রায় ২১ কোটি টাকার মাছ ভেসে গেছে সুনামগঞ্জে

জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ জানান, জেলায় দুই হাজার ৮৪৬টি পুকুরের মাছ ভেসে গেছে। বন্যায় ৫২৯ হেক্টর জমির পুকুর ও দীঘির মাছ ভেসে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাষিরা। সুনামগঞ্জে এক লাখ ২১ হাজার ৭৪৩ জন জেলে রয়েছেন। তাদের মধ্যে মৎস্যজীবী কার্ড প্রাপ্ত জেলে রয়েছেন ৭৫ হাজার ৮৯০ জন। বন্যায় প্রায় ২১ কোটি টাকার মাছ ভেসে গেছে সুনামগঞ্জে

এদিকে নদীর পানি কমতে শুরু করায় উঁচু এলাকাগুলো থেকে বন্যার পানি নেমে গেছে। কিন্তু নিচু হাওর ও সুনামগঞ্জ শহরের নিচু এলাকার পানি না নামায় লোকজন দুর্ভোগে রয়েছেন। হাওর ও ছয় ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড। বন্যায় প্রায় ২১ কোটি টাকার মাছ ভেসে গেছে সুনামগঞ্জে

সুনামগঞ্জ শহরের নিচু এলাকার সড়কে নৌকা দিয়ে লোকজন শহরে আসা-যাওয়া করছেন। পৌর এলাকার ৪০ ভাগ ঘরবাড়ি ও আঙিনায় এখনও বন্যার পানি রয়ে গেছে। সুনামগঞ্জ শহরের নিচু এলাকায় এখনও রয়েছে বন্যার পানি

জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এক লাখ ২১ হাজার ৩৫৪টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিন হাজার ২৬৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় প্রায় ২১ কোটি টাকার মাছ ভেসে গেছে সুনামগঞ্জে

ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে চাল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, দিয়াশলাই, মোমবাতি, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেরে গেলেন নিপুণ, মিশা-ডিপজল প্যানেলের বড় জয়
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনহেরে গেলেন নিপুণ, মিশা-ডিপজল প্যানেলের বড় জয়
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া