X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

'আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে কৃষিকে অগ্রাধিকার দিতে হবে'

পঞ্চগড় প্রতিনিধি
০৩ জুলাই ২০২০, ১৯:০৮আপডেট : ০৩ জুলাই ২০২০, ২০:০৪

রাঙ্গাপানি সেতুর ভেঙে যাওয়া সংযোগ সড়ক এলাকা পরিদর্শনে রেলপথ মন্ত্রী করোনা মহামারিতে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে কৃষির ওপর গুরুত্বারোপ করেছেন রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, 'করোনায় আর্থিক ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষিকে অগ্রাধিকার দিতে হবে। আধুনিক কৃষি ব্যবস্থায় সব ধরনের কৃষিপণ্য উৎপাদন করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।'

শুক্রবার (৩ জুলাই) দুপুরে পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কের রাঙ্গাপানি সেতুর ভেঙে যাওয়া সংযোগ সড়ক এলাকা পরিদর্শন গিয়ে রেলপথ মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনের সঙ্গে কথা বলেন। তিনি গুরুত্বপূর্ণ এই সড়কটিতে চলাচলের বিকল্প ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন এবং পানি কমে গেলে দ্রুত সংযোগ সড়ক মেরামতের নির্দেশ দেন।

এ সময় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, দেবীগঞ্জের ইউএনও প্রত্যয় হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শামসুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইউএনও বলেন, ‘পানি না কমায় সংযোগ সড়ক নির্মাণ সম্ভব নয়। আপাতত আমরা বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে বাঁশের সাঁকো নির্মাণের ব্যবস্থা করার চেষ্টা করছি।’

এর আগে মন্ত্রী পঞ্চগড়ের দেবীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মহাশ্মশানের ভবন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন। মন্দির কমিটি ও মন্ত্রীর আর্থিক অনুদানের ২৬ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করা হচ্ছে। এটা নির্মিত হলে মৃত ব্যক্তিদের শেষকৃত্য করার আগে পূজাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা যাবে। 

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
আত্মরক্ষার সিদ্ধান্ত আমরা নিজেরাই নেব: নেতানিয়াহু
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’