X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

পানি বাড়ায় দুর্ভোগে ব্রহ্মপুত্র পাড়ের মানুষ

জামালপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০২০, ১৮:১৮আপডেট : ০৫ জুলাই ২০২০, ১৮:১৮

প্লাবিত এলাকা জামালপুরে যমুনা নদীর পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে ব্রহ্মপুত্র তীরবর্তী নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় ওই সব এলাকার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। তারা আশ্রয় নিচ্ছেন বিভিন্ন বাঁধ ও উঁচু সড়কে।

এদিকে, যমুনার পানি কমতে থাকায় যমুনা পাড় এলাকায় বন্য পরিস্থিতির উন্নতি হয়েছে। উঁচু স্থানে আশ্রয় নেওয়া মানুষ বাড়িতে ফিরতে শুরু করেছেন। দুর্ভোগ কমাতে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু সাঈদ জানান, রবিবার (৫ জুলাই) দুপুরে যমুনা নদীর পানি কমে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে; অব্যাহত রয়েছে এর শাখা নদ-নদীর পানি বৃদ্ধিও।

প্লাবিত এলাকা রবিবার সকালে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গিলাবাড়ী এলাকায় গিয়ে দেখা যায়, উঁচু স্থানে আশ্রয় নেওয়া আব্দুল কদ্দুছ মিয়া, মুসলিম উদ্দিন, ফজলুল হক, চাঁন মিয়াসহ আরও অকেজন পরিবার পরিজন নিয়ে বাড়িতে ফিরছেন। চাঁন মিয়া জানান, তার বাড়ি থেকে বন্যার পানি নেমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে বাড়ি ফিরছেন তিনি।

তবে তার একজন স্বজন বারেক মিয়া জানান, তার বাড়ি একটু নিচু এলাকায় হওয়ায় এখনও পানিতে তলিয়ে রয়েছে। কিন্তু পানি যদি এভাবে কমতে থাকে তবে খুব শিগগির বাড়ি ফিরবেন বলে আশা করছেন তিনি।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. নায়েব আলী জানান, বন্যা কবলিতদের জন্য নতুন করে ৫৮৪ মেট্রিক টন চাল ও নগদ ১৩ লাখ ৫০ টাকা এবং ২ হাজার প্যাকেজ শুকনো খাবার বরাদ্দ পাওয়ার পর তা পর্যায়ক্রমে বিরতণ করা হচ্ছে। সবার কাছে ত্রাণ পৌঁছাতে একটু সময় লাগবে বলে জানান তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ছক্কায় মুশফিকের ‘আউট’ নিয়ে যা বললেন রনি
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা