X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফেনীতে করোনা উপসর্গে তিন জনের মৃত্যু

ফেনী প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ১৭:৩১আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৭:৩১

ফেনী সদর হাসপাতাল ফেনীতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ষাটোর্ধ্ব এক নারীসহ তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর থেকে বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঞা এ তথ্য জানান।

তিনি বলেন, 'জ্বর, শ্বাসকষ্ট ও ডায়াবেটিস-সহ নানা রোগ নিয়ে মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের ষাটোর্ধ্ব নূর জাহান। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বুধবার রাতে তার মৃত্যু হয়। এর আগে একই রাতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পরশুরাম উপজেলার মোখলেছুর রহমান (৬৫) মারা যান। মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে।'

অন্যদিকে, করোনার উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান ফিরোজ নামে ফেনীর এক আইনজীবীর মৃত্যু হয়েছে। নিহত মিজানুর জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কোরবানপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০১৬ সালে ফেনী জেলা আইনজীবী সমিতির সদস্যপদ লাভ করেন।

ফেনী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থপাল বলেন,‘জ্বর-শ্বাসকষ্ট অনুভব করলে মঙ্গলবার মিজানুর রহমানকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসকরা তাকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন। তবে আইসিইউতে সিট খালি ছিল না। পরে দুপুরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে বৃহস্পতিবার সকালের দিকে তার মৃত্যু হয়।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের স্বাক্ষর
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের স্বাক্ষর
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা