X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কুমিল্লার গোপালনগর আদর্শ কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
০৯ জুলাই ২০২০, ১৯:২৫আপডেট : ০৯ জুলাই ২০২০, ১৯:২৯

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর আদর্শ কলেজ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগর আদর্শ কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর (মাউশি) কুমিল্লা আঞ্চলিক অফিসও প্রমাণ পেয়েছে।

কলেজের একাধিক শিক্ষক জানান, ২০১৮ সালের ১৪ আগস্ট তথ্য গোপন করে অধ্যক্ষ পদে যোগদান করেন মো. আনিসুর রহমান সোহেল। তবে অধ্যক্ষ পদে যোগদানের জন্য যেসব শর্ত পূরণ প্রয়োজন ছিল তার কিছুই মানা হয়নি। আনিসুর রহমান সোহেলের কলেজে প্রভাষক পদে যোগ দেওয়ারই যোগ্যতা নেই। এছাড়া অধ্যক্ষ হওয়ার জন্য যে ৮/১০ বছরের অভিজ্ঞতা দরকার তাও তার নেই।

অভিযুক্ত আনিসুর রহমান মজুমদার সোহেল জানান, অধ্যক্ষ পদে আবেদনের কাগজপত্রে তার ভুল ছিল। এখন আবার আবেদন করেছেন। অপেক্ষায় আছেন ফলাফলের। 

কলেজের আজীবন দাতা সদস্য গোলাম কিবরিয়া পারভেজ জানান, অধ্যক্ষ নিয়োগের ব্যাপারে কোনও রেজুলেশন হয়নি। আমার স্বাক্ষর জাল করা হয়েছে। রেজুলেশন পেপারেও অনেক জালিয়াতি রয়েছে।  আনিসুর রহমান মজুমদার সোহেলকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করার পর এখন অধ্যক্ষ পদে নিয়োগের পাঁয়তারা চলছে। তাকে নিয়োগের পর কলেজে শিক্ষার্থী কমেছে। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অনেকবার ঝগড়া হয়েছে। অধ্যক্ষ হতে হলে ১২ বছরের অভিজ্ঞতা লাগে। তার কোনও অভিজ্ঞতা নেই। তাকে অবৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করেছেন কলেজ গর্ভনিং বডির সভাপতি আসাদ উল্লাহ ভূঁইয়া।

আসাদ উল্লাহ ভূঁইয়ার জানান, কলেজ পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কোনও শিক্ষক ১২ বছরের অভিজ্ঞতা নিয়ে এমপিও ছাড়া এমন কলেজে অধ্যক্ষ পদে আসবেন না।

মাউশির কুমিল্লা অঞ্চলের পরিচালক সৌমেশ কর চৌধুরী জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে আনিসুর রহমান সোহেলের নিয়োগটি অবৈধ। কাগজপত্রে জালিয়াতি করেছেন তিনি। কলেজ পরিচালনা কমিটির লোকজনও জানেন না তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়েছে। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নিয়োগে জাল স্বাক্ষর রয়েছে। কোনও শর্ত মানা হয়নি। তাই তার আবেদনটি দুইবার বাতিল করা হয়েছে।

/আরআইজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
শিল্পকলায় মঞ্চায়িত হলো আলিয়ঁস ফ্রঁসেজের ‘হি-রোজ’
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
গরমে সুস্থ থাকতে চাইলে মানতে হবে এই ৮ টিপস
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
দুর্নীতি মামলায় এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা