X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নদী থেকে যুবকের, পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

বরিশাল প্রতিনিধি
১৭ জুলাই ২০২০, ১৫:৫৯আপডেট : ১৭ জুলাই ২০২০, ১৫:৫৯

পুকুর থেকে নারীর লাশ উদ্ধার বরিশালে নদী ও পুকুর থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। নগরীর শায়েস্তাবাদ এলাকায় করইতলা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ মনির হাওলাদার (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে আগৈলঝাড়া উপজেলার পশ্চিম গোয়াইল গ্রামে একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় ঘোষ জানান, শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে টুঙ্গিবাড়িয়া যাওয়ার জন্য খেয়ায় ওঠেন মনির। তিনি মৃগী রোগী ছিলেন। খেয়াটি মাঝ নদীতে যাওয়ার পর তিনি মৃগী রোগে আক্রান্ত হয়ে নদীতে পড়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা আসার আগেই সকাল পৌনে ৯টায় একই স্থান থেকে মনিরের মরদেহ উদ্ধার করা হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মনির বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চরকেউটিয়া গ্রামের জয়নাল হাওলাদারের ছেলে।

এদিকে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম গোয়াইল গ্রামের বীরেণ হালদারের বাড়ির পুকুর থেকে অজ্ঞাতনামা এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য শুক্রবার দুপুরে মরদেহ শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, শুক্রবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের শরীরে প্রাথমিকভাবে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের গলায় রূপার চেইন, নাকে স্বর্ণের নাকফুল, গলায় অলঙ্কার আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। স্থানীয়রা মরদেহ দেখে পরিচয় শনাক্ত করতে পারেনি। নারীর পরিচয় জানতে বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা