X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘গ্রামের বস’র দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা

নরসিংদী প্রতিনিধি
২২ জুলাই ২০২০, ০৬:১৭আপডেট : ২২ জুলাই ২০২০, ০৬:১৭

গ্রামের বস নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ গ্রামের মো. ইদ্রিস মিয়ার ছেলে রাজিব প্রধানের পালিত দুটি ষাঁড় গরুর নাম ‘গ্রামের বস’ ও ‘গ্রামের বাবু’। আসন্ন কোরবানির ঈদকে ঘিরে বিক্রির জন্য ‘গ্রামের বস’ এর দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা এবং ‘গ্রামের বাবু’র দাম হাঁকা হচ্ছে ১২ লাখ টাকা।

শখ করে পালন করা রাজিব প্রধানের এই ষাঁড় দুটি দেখার জন্য প্রতিদিনই তার বাড়িতে ভিড় করছেন আশেপাশের এলাকাসহ দূরদূরান্তের উৎসুক লোকজন।

ষাঁড় দুটির এমন নাম রাখার কারণ হিসেবে রাজিব প্রধান জানান, সররাবাদ গ্রাম তথা সল্লাবাদ ইউনিয়নে এ রকম ষাঁড় আর নেই। এ দুটি এলাকার সেরা ষাঁড়। তাই এদের এমন নাম দেওয়া হয়েছে।

তিনি জানান, ‘গ্রামের বস’ এর দৈর্ঘ্য ১০০ ইঞ্চি, উচ্চতা ছয় ফুট, চওড়া ৯৬ ইঞ্চি এবং ওজন প্রায় এক হাজার ৬৮০ কেজি (৪২ মণ)। সাদা আর কালো রঙের অস্ট্রেলিয়ান জাতের ষাঁড়টি সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করা হয়েছে। এছাড়া গ্রামের বাবু’র ওজন ৩৫ মণ।

কোরবানি উপলক্ষে গ্রামের বসকে বিক্রির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে। এরই মধ্যে গ্রামের বসকে কিনতে দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা যোগাযোগ করছেন। ইতোমধ্যে ক্রেতারা ‘গ্রামের বস’ এর দাম করেছেন ১২ লাখ ও অন্যটির দাম করেছেন সাড়ে আট লাখ টাকা। প্রতিদিন কেউ না কেউ গ্রামের বসকে দেখতে আসছেন।

রাজিব প্রধান বলেন, ‘ষাঁড় দুটি জন্মের পর থেকেই আমি লালন পালন করছি। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করেছি। প্রতিটি গরুকে দেশীয় খাবার যেমন: ছোলার ভূষি, মসুরির ভূষি, ভুট্টার গুঁড়া, গমের গুঁড়া, গমের ভূষি, ডাব, কাঁচা ঘাস ও খড় খাওয়ানো হয়েছে। গ্রামের বস ছাড়াও তার কাছে ছোট-বড় আরও চারটি গরু রয়েছে বলে জানান রাজিব।

 বেলাব উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শরীফ বলেন, ‘আমরা ‘গ্রামের বস’ ও ‘গ্রামের বাবু’ ষাঁড় দুটির খোঁজ খবর নিয়ে অনলাইনে বিক্রির ব্যবস্থা করে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবো। যাতে খামারি ন্যায্য মূল্য পান।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া